পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৸৴৹ ]

 রামনিধি বাবু এবম্ভূত সুখ সম্ভোগ ৯৭ বৎসর বয়স পর্য্যন্ত করণান্তর ১২৪৫ সালের ২১ চৈত্র, পুত্র, কন্যা, পৌত্র, দৌহিত্রাদি রাখিয়া জাহ্নবীর তীরে যোগাসনে জ্ঞান পুর্ব্বক জগদীশ্বরের নাম উচ্চারণ করিতে করিতে ব্রহ্মলোক যাত্রা করিলেন।

 অনন্তর বাঙ্গালা গীতে এতাদৃশ উৎকৃষ্ট ভাব, কোমলতা সরলতা, প্রেম, এবং রসিকতা ও তাহাতে রাগ সুরেব ব্যাপারে তিনি যদ্রূপ ক্ষমতা প্রকাশ করেন এমত আর কেহই কখন করেন নাই, তাহাতে “সরিমিঞা,, অপেক্ষা তাঁহাকে কোন অংশে ন্যূন বলা যাইতে পারেনা। তাঁহার প্রণীত টপ্পাই সর্ব্ব শ্রেষ্ঠ। যেমন হিন্দুস্থানে “সরির টপ্পা,, তেমনি বঙ্গদেশে “নিধুর টপ্পা,, অনেকেই “নিধু২,,, কহেন কিন্তু নিধু শব্দটি কি, অর্থাৎ এই নিধু কি গীতের নাম, কি সুরের নাম, কি রাগের নাম কি মানুষের নাম কি কি? তাহা জ্ঞাত ছিলেন না॥

――――