পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১৪৮ ]

ব্রহ্ম সংগীত
বেহাগ, তাল আভা।

অসময় প্রাণময়, মানস বিজ্ঞানময়,
শেষেতে আনন্দময়, প্রাপ্ত সিদ্ধনয়।১।।
শ্যামাবিষয়, ভৈববী, তাল হরি।
ককারে আকার জ্বর ছাড়ি লয়ে দীঘীকার বল।
বিষয় জ্বরেতে লেগেছে জ্বলিতে ঔষধ ইহাতে এই হইল।
এ অরে অরুচি হয়, ইহার এই উপায়, রুচি করি জ্ঞান কর
মধুপান শিবের বচন এই ছিল।
আনন্দের নিবেদন,মন দিয়ে শুন মন,ভবনদীপার যদি হবে
সার জ্ঞান, কর হর যা বলিল।

শারদা, মালকোষ বাহার।
তাল আভা।

শারদে বাণী ত্রিনয়নী বাকবাদিনি। (এম)
শােভিত সরােজমিনে, চরণ সরােজ, নখচন্দ্র পদতলে
হেরি দিনমণি।।
তিন গুণে যত্রৈদেব,সহিত অমর সব,সদেবস্ত সদা বন্দিনি ।
কুন্দ কুসুমগলে অর্ধ ইন্দুভালে বীণা করে ব্রহ্মময়ী
বিতা প্রদায়িনি ।।১।।
তেয়াগিয়ে পীতাম্বর, পরিধানা শ্বেতাম্বর,
বরদা জড়তা হারিনি ।
ঈশ্বর চন্দ্রে ঈশ্বরী, কৃপাবলোকন কুরুমাত। নিজ গুণে
শুন নারায়ণ ॥ ২॥


গ্রন্থ সমান্ত ।