পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[  ]
ভৈরবী। তাল জলদ্‌ তেতালা।

 এই কি করিতে উচিত অবলা সরলা সনে । প্রাণ ।
দরশন সুখে দুঃখ করহ কি নিদর্শনে।
এমন করিবে যদি জান মনে মনে
কপট বিনয় ছলে ভুলাইলে কেনে
এই হলো যায় প্রাণ ক্ষতি কি হের নয়নে৷৷ ১ ৷৷

 আমি হে তোমার মঁত না হইলাম।
এত সাধে এই হলো, কুলে কলঙ্ক করিলাম
মম সাধনা অতীত, বুঝি হে তোমারে।
নহিলে সদয় তুমি, হইতে আমারে৷৷
দিবা নিশি তব ধ্যান জ্ঞান করিয়া দেখিলাম৷৷ ১ ৷৷

 মনেতে উদয় যাহা না পারি কহিতে।
হৃদয়নিবাসি তুমি, হয় হে বুঝিতে৷৷
আমার মনের মত, করিতে হয় উচিত,
অধিক কথন আর, না যায় লাজেতে৷৷ ১ ৷৷

আমার এ যাতনা কে কবে তারে।
না থাকিলে কুলভয় তবে কি সাধি কারে৷৷
তারে পেলে যত সুখী, জানে মোর মন আঁখি,
লাজ প্রতিবাদী হয়ে, মজালে মোঁরে৷৷ ১ ৷৷

আমি লো তাহার তাহার মনে, লে আমার, মোর মনে।
দেখ দেখি কত সুখ উত্তর প্রেম দুজনে৷৷ ১ ৷৷