পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১৫ ]
কালাংড়া। তাল জলদ্‌ তেতালা।

 ও কেরে লুকারে মোরে যাইছে দ্রুত গমনে।
মনো নয়ন প্রহরি,তুমি তার কাছে চুরী,
করিবে বল কেমনে॥
আশা সহ মোর মনঃ, রক্ষক তব কারণ,
অন্য ভাব কেন।
যেখানে থাক যখন, আমি সেখানে তখন,
বুঝে দেখ মনে মনে॥ ১ ॥

 চল যাইলো সখি যেখানে মনো হরণ৷
চিত ন ধৈরয ধরে, নয়ন রোদন করে,
কাতর অতি পরাণ॥
লোকের গঞ্জনা ভয়, করিলে কি প্রাণ রয়, বুঝ না এখন।
অতএব ত্বরান্বিত,হইতে হয় উচিত, বিলম্বের নাহি গুণ॥ ১ ॥

 গুণের সাগর হে তুমি গুণ নিধি।
তোমার যতেক গুণ,কহিতে আমি নির্গুণ,জানে কি বিধি।
কি কব তোমার গুণ, যে গুণে মোহিত মন,
মোর নিরবধি৷
তব গুণে যত সুখ,কুলের কপালে ধিক, করেছে বিধি॥ ১ ॥

 সরোজ উপরে দেখ শোভে কুমুদিনী।
তার পর মধুকর মোহিত অমনি॥
দিবাকর নিশাকর, তার মধ্যে শোভাকর,
অরুণ অধোতে শশী নিরখ অমনি॥ ১ ॥ .

 অলাভ জানিলে কেহ কারে সঁপে প্রাণ।
অতি সুখ হবে বোধ তাহার তখন॥