পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১৭ ]
কালাংড়া। তাল হরি৷

 আমি হে তোমার প্রাণ, জানাইতে প্রাণ পণ,
করেছিলমে যেমন তুমি জেনেছ৷৷ ১ ৷৷

 প্রবল প্রতাপে বুঝি প্রাণ তুমি কি ভূপতি হলে।
আমার আশারে তুমি, অনাসে বান্ধিলে।
আশা উদ্ধারিতে মন, গেল হে তব সদন,
সেই পথ হল সেও তারে কি করিলে৷৷ ১ ৷৷
লাজ ভয় শান্ত মতি, বিরহ প্রবল আতি,
ইহাকে দমন কর রাজা যে বলালে৷৷ ২ ৷৷

 মৃদু মৃদু হাসি প্রাণ মনের তিমির নাশে।
এৰূপ দেখিয়ে হৃদি, কমল প্রকাশে৷৷
পাছে তব রোষ হয়, সদা মোর ওই ভয়,
প্রাণ কি কখন সুখী, তোমার বিরসে৷৷ ১ ৷৷

তাল জলদ্ তেতালা৷

 সেই সে পিরীতি প্রাণ পারেলো রাখিতে।
দুঃখে সুখ অনুভব, যাহার মনেতে৷৷
প্রেম করা নাহি দায়, রাখিতে কঠিন হয়,
মান অপমান ভয়, নাহি যার চিতে৷৷ ১ ৷৷

 তিমির কি থাকে ওলো শশীর কিরণে৷
উৎপত্তি যা অদর্শনে, লাশ দরশনে৷৷