পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১৯ ]
পরজ কালাংড়া। তাল জলদ্ তেতালা৷

 মদন বিহীন রতি, নিশি হীন নিশিপতি,
রবি কুমুদিনী, শশী কমলিনী, কি সুখ হইতে পারে৷৷ ১ ৷৷

 যে আমার মনোবাসি মনো মোর তার হাতেতে৷
যেমন দ্বর্পণ, হাতেতে আপন, দেখিলে আপনি তাতে৷৷
মান অপমান জ্ঞান, নাহি করি কদাচন,
করিলে দেখনা, আপন যাতনা, তবে কি পারি বাঁচিতে৷৷১
সুখ দুখ সমভাব, না করিয়ে কি করিব,
হইয়ে অধীন, করিল অধীন, নিধি উভয় মনেতে৷৷ ২ ৷৷

কালাংড়া খাম্বাজ। তাল ঢিমে তেতালা৷

 কিছু তারে বলো কি হবে বল৷
বিরহ অনলে মোরে, জ্বলিতে হইল৷৷
সে যদি বুঝেছে ইহা, ভালো সেহত ভাল৷
হইবে অনেক সুখ, এই বোধ ছিল৷
তা না হয়ে দুখমুখ, দেখ দেখিতে হইল৷৷

সরফরদা কালাংড়া। তাল জলদ্ তেতালা৷

 অধরে না ধরে ধরে না কহিবারে তব গুণ৷
যে গুণে বদ্ধ হইল, এমন চঞ্চল মনঃ৷৷