পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২৩ ]
সরফরদা। তাল হরি ৷

 লয়ে তব মন, মনঃপুরে মন, করে রস পান,
আশা আমার॥ ১ ॥

 আইস২ আইস হে প্রাণ বৈস আমি বশ তোমার।
করিয়ে যতন, সঁপিলে যে প্রাণ, তার পর কেন,
রোষ তোমার॥
অন্তরে অন্তর, দহে নিরন্তর, নয়নে নীর নাহি মোর।
আশা আশা হাতে, নাহি দেয় যাতে,
আর কোন পথে, আশা তোমার॥ ১ ॥

এলাইয়া। তাল ঢিমে তেতালা৷

 জলে কমলিনী জ্বলে, কোথা মধুকর।
বিরহ অনল জ্বলে, জ্বলে নিরন্তর॥
বিচ্ছেদের শরজালে, ডুবিল আকার।
ভাসিছে নয়নজলে, জলে অনিবার॥ ১ ॥

 কার মন্ত্রণা শুনি প্রাণ ভুলিলে অধীনে।
আমি তব ধ্যানে থাকি, না হের নয়নে॥ ১ ॥

তাল জলদ্ তেতালা।

 তুমি যারে চাহ সে তোমার জানো।
ইহাতে অন্যথা কভু, ভেবনা লো প্রাণ॥
না বুঝিয়ে খেদ কর, উপায় কিবা ইহার।
সন্দেহ আপন জনে, করো না কখন॥ ১ ॥