পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২৭ ]
মালকোষ রাগ। তাল জলদ্ তেতালা৷

 রবির সমান সম,কুসুম কৃশানুসম,চন্দনেরে ঐগুণে রাখানি।
মলয়া সমীর, কোকিলের স্বর, হলাহলাধিক শুনি॥ ১ ॥

 পলকে পলকে মান সহিব কেমনে।
সদা প্রফুল্লিত হেরি, বাসনা মনে॥
মলিন মুখকমল, হেরিলে হৃদিকমল,
বুঝে দেখ বিকসিত, হইবে কেনে॥ ১ ॥

 হাসিতে হাসিতে মান সহনে না যায়।
করিয়ে অমীয় পান, বিষ কোথা খায়॥
বিধুমুখে মৃদুহাসি, সদা আমি ভালবাসি,
ইহাতে বিরস হলে, প্রাণ বাহিরায়॥ ১ ॥

তাল হরি।

 দ্রুত গমনে কি এত প্রয়োজন একি প্রয়োজন নহে।
অন্তরে অন্তর,কিসে হব স্থির, রহ২ রহ,করি দরশন ওহে॥
প্রাণ যাবার সময় কেবা কাতর না হয়।
অনায়াসে যায়, নাহি দেখ তায়,
দুখ অতিশয়, বরং কখন সহে॥ ১ ॥
 প্রেম অন্তর কি হয় প্রিয়জন প্রতি নয়ন অন্তরে।

 নয়নের মত, দেখিতে সতত, বল বল বল,
এমতে কে পাবে কারে॥
অন্তরেতে ভাবান্তর, হলে যে হয় কাতর,
ভাবের ভাবনা, ভাবিয়ে দেখনা, সেখায় যন্ত্রণা,
কে কোথায় দেয় করে॥ ১ ॥