পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t s. I বাগেশ্বরী ! তাল জলদ তেতালা । তারে জার সাধিব ন! সই সাধিলে অাদর বাড়ে । " বটে অনাদরেব নয়, অধিক জাম্বর পেলে কে ছাডে । এতেক যত্তন করি, মতে চলিতে না পারি । অতি নিমুহলে পর, অতি দুঃখ দিবে মনেতে পড়ে। ১ । তুমি বুঝি জান নাহে প্রাণ বেঁধেছি প্রেমের ডোরে । কেমনে ছাডtবে ভূমি, অtশ অtশ ধরে অtপন জোরে । হৃদয় মন্দিরে রাখি, রক্ষক করেছি আঁখি, সেখানে প্রবেশ কার, তোমা বিনে আর, রাখিব কারে । অাইলে হে বিরহিণীর প্রাণপ্রিয় এতদিন পরে । কি সুদিন সুদীনের সুদিন, শূন্ত দেহে প্রাণ, স্বসাসিবে ছিল কি মনেরে }} প্রথম মিলন, অfময় পান, করিয়ে জীবন,করেছি ধারণ { বিচ্ছেদের, ছেদ মোর অন্তর, ছিল জর জর, ঘুচিল পাইয়ে তোমারে। ১ । এত দিন পর নিবিল অামার মনের অনল সখী । দেখ যত দিন, ছিল ছুই জ্ঞান, সদত ফুরিত জাগি । ভাবিয়ে তাহার ৰূপ, আমি হলেম সেই ৰূপ, কুমিরকে অরিশুল, ভেবে সেই হলে, লে ভয়ে এ সুখে দেখি 1 ১ ।