পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 8 s ] বাগেশ্বরী বাহার । তাল হরি । অসিতে এখানে কে বারণ করিলে । অবলা বধের ভয়, সে নাহি ভাবিলে । ষটপদ মধুকর, নিরস্তুর অক্ষান্তর, দ্বিপদ কি ষটপদ, স্বভাব পাইলে । ১ । নিশি না পোহাইকে কি চঞ্চল হইলে । অামার কি নাহি লাজ, লোকেতে দেখিলে । শশীর কিরণ দেখি, চকোর কুমুদ সুখী । অরুণ উদয় ভাব, ইথে কি ভাবিলে / ১ { হিন্দোল রাগ । তtল ধামার ! বসন্তু ঋতু আইল হইল সুখ প্রবল সব প্রফুল ফুলকানন। মন্দ মন্দ মলয়া পবন বহে তাষ পিকু করে কুহু মধুকর, অtনন্দিত সদা গুঞ্জরে হবিষাম্বিত অনিন }। কি কব সময় রঙ্গ,অনঙ্গ বিশেষে সাঙ্গ, শরাসনে করেছে সন্ধান । বিরহিণী কাতর এমন হেরি যেন শশী দেথি রাহু অতিশয়, উল্লাসিত যত সংযোগী সহাস্য বদন । ১ । তাল হরি । মিছে অনুযোগ সই লো করিছ কি কারণে । কি করিতে পারে মন, মত্ত বারণে বারণে If মোমার বশ এখন, নহে সে দুরন্ত মন, বুকালে ষে নাহি বুঝে তারে পরিৰে কেমনে।