পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৷৵৹ ]
আড়ানা বাহার। তাল হরি।

 জয় জয় বাকবাণী নিশ্বিল বিভব প্রদায়িনী।
পদ মধ্যে মুখম্ভোজ, বক্ষে কর সরসিজ,
পঞ্চাসতো বর্ণময় মানি॥
সদা সরসিজোদ্ভব, সরোজাক্ষ সদাশিব,
প্রভূতি অমর বন্দিনী॥
অক্ষগুণ আর বিদ্যা, অমৃত কলসমুদ্রা,
দেহি পদ চতুষ্টয় পাণি৷৷ ১ ॥
সদা পীনোন্নত শুনি, ঈষদাতা ত্রিনয়নী,
সর্ব্ব ইন্দু শিবে ধারিণি।
জগন্মোহন দীনে, আশ্রয় স্বকীয় গুণে,
দেহি পদঅম্বুজে ভবানি॥ ২ ॥

 নিধুবাবু সহজেই সন্তোষ চিত্ত ছিলেন প্রায় কেহই তাঁহাকে বিষণ্ণ বা বিমর্ষ অথবা উৎকণ্ঠিত দেখিতে পান নাই সর্ব্বদাই হাস্যপূর্ব্বক অমোদ প্রমোদে কাল ক্ষয় করিতেন। এমতকালে তাঁহার প্রথমপক্ষের পুত্রটী টা কৃন্তান্তকুটীরে নীত হইল এবং ইহার কিছু দিন পরে তাঁহার সেই স্ত্রী ও কালের গ্রাসে পতিতা হইলেন। এই স্ত্রী ও পুত্র বিয়োগে তিনি অত্যন্ত শোকাকুল হইয়াছিলেন, ইহাতে বিপুল বিলাপ বিশিষ্ট হইয়া অন্তঃকরণের আক্ষেপ নিবারণার্থে এই গীত রচনা করিয়াছিলেন। যথা—

রাগিণী কেদারা। তাল হরি।

 মনপুর হতে আমার হারায়েছে মন।
কাহারে কহিব কার দোষ দিব নিলে কোন জন॥