পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সৰ্গ । S&G অন্ধকারে আচ্ছন্ন থাকে, সে সেইৰূপ, অন্ধকারে হত দৃষ্টি হইয়া জীবনকাল অতিবাহিত করে ; সে জ্ঞানী বলিয়া অভিমান করে, কিন্তু বাস্তবিক সে অতি নির্বোধি ; সে মনে ভাবে, সকল পদার্থই নিরীক্ষণ করিতেছি, কিন্তু কোন পদার্থ না নিরীক্ষণ করিয়াই তাহাকে জীবনযাত্ৰা সমাপন করিতে হয়। যাহারা অকিঞ্চিৎকর ইন্দ্ৰিয়সুখে একান্ত আসক্ত হয়, তাহদের এই অৰস্থা। বাস্তবিক, যাহাদের বুদ্ধিবৃত্তি জ্ঞানালোকে সমুজ্জ্বলিত হয় এবং যাহারা সেই জ্ঞানালোকপ্ৰদৰ্শিত পথ অবলম্বন করিয়া চলে, তদ্ব্যাতিরিক্ত লোকেরা কোন ক্রমেই মনুষ্যনামের যোগ্য নহে ; সেই জ্ঞানালোকের সঞ্চার হইলেই আমাদের অন্তঃকরণে সৎপ্রবৃত্তির উদয়, হয় এবং অন্তঃকরণে অসৎপ্রবৃত্তির উদয় হইলে সেই জ্ঞানালোকের সহায়তায় । তাহা নিরাকৃত হয় । সর্বনিয়ন্ত সৰ্বেশ্বর মহার্ণবস্বৰূপ, আমরা ক্ষুদ্র স্রোতঃ স্বৰূপে সেই মহার্ণব হইতে অস্তিত্ব লাভ করিয়াছি এবং অবশেষে সেই মহাৰ্ণবে বিলীন হুইব । আমি এই কথোপকথনের সম্যক মৰ্ম্মগ্রহ : করিতে পারিলাম না বটে, কিন্তু প্ৰস্তাবিত বিষয় অতি সুন্ম ও উন্নত , বলিয়া কথঞ্চিৎ বুঝিতে পারিলাম, এবং আমার অন্তঃকরণে সত্যজ্যোতিঃ কিঞ্চিৎ সঞ্চারিত হইল ৷. অনন্তর ভঁাহারা, দেবগণ, দেবানুগৃহীত বীরপুরুষগণ, সত্যযুগ; } প্ৰলয়, বিস্মৃতিসরিৎ, • নরকে দুরাচারদিগের অনন্ত প্রক পুৰ্ব্বকালীন গ্ৰীকদিগের এরূপ বিশ্বাস ছিল যে, মৃত ব্যক্তির জীবাত্মা এক নদীতে মজিত হয় এবং মজিত হইবামাত্ৰ পুৰ্ব্ব জন্মের बांवजोम बाoिlांद्र विन्यूड श्ग्रा सांग्र ।