পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"SVØR টেলিমেকিস । বৰ্দ্ধন হইবে ; কিন্তু বহু জন দুর্দশাগ্ৰস্ত ও দাসত্ব শৃঙ্খলে বন্ধ হইয়া এক ব্যক্তির অভিমান ও ভোগমুখ বৰ্দ্ধন করিবে, ইহা কোন ক্ৰমেই সেই শাস্ত্রের অভিপ্রেত নহে। প্ৰজা অপেক্ষ রাজার অধিক সম্পত্তিশালী হওয়া কোন ক্রমেই উচিত ও আবশ্যক নয় ; কিন্তু যেৰূপ সম্পত্তি থাকিলে, রাজকাৰ্য্যসমাধানজনিত উৎকট শ্রমের সম্যক নিবারণ হইতে এবং প্ৰজাগণের অন্তঃকরণে তাদৃশ পদস্থ ব্যক্তির প্রতি যথোচিত সম্মান প্রদর্শনে প্ৰবৃত্তি জন্মিতে পারে, তদনুৰূপ সম্পত্তি থাকা অত্যন্ত আবশ্যক ; সুখসিস্তোগবিষয়ে অন্যান্য ব্যক্তি অপেক্ষ অল্প রত হওয়া, ও যাহাতে ধনেয় বা” মনের অহঙ্কার প্রকাশ হয়। এৰূপ কাৰ্য্যে প্ৰবৃত্তি পরিহার করা, ভঁাহার পক্ষে একান্ত আবশ্যক । ঐশ্বৰ্য্যের ও সুখসম্ভোগের আতিশয্য দ্বারা অন্যান্য লোক অপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া উল্লিখিত হওয়া রাজার পক্ষে কোন ক্রমেই উচিত নহে ; সমধিক প্ৰজ্ঞ, অধিকতর অবদানপরম্পরা ও মহীয়সী কীৰ্ত্তি দ্বারা শ্রেষ্ঠ বলিয়া পরিগণিত হওয়াই তঁাহার পক্ষে সৰ্ব্বতোভাবে বিধেয় । তিনি স্বয়ং সেনাপতি হইয়া স্বদেশরক্ষা করিবেন ; সিংহসনে অধিৰূঢ় হইয়া প্ৰজাদিগকে বিচার বিতরণ করিাবেন ও তাহাঁদের চরিত্রসংশোধনে ও সুখ সমৃদ্ধি সংবৰ্দ্ধনে সতত যত্নশীল হইবেন। তঁাহার নিজের উপকারের নিমিক্ত দেবতারা ভঁাহাকে ভূপতিপদে প্রতিষ্ঠিত করেন নাই ; সৰ্বসাধারণের উপকার হইবে বলিয়াই তিনি তাদৃশ উচ্চ পদে আরোহিত হইয়াছেন ; অতএব সাধারণের মঙ্গলকাৰ্য্যেই ভঁাহার অনুক্ষণ ব্যাপৃত থাকা উচিত ; সাধারণের