পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সৰ্গ । SVS প্ৰবেশিত করিতে উদ্যত হইলেন ; কিন্তু যাহারা তঁাহার নিকটে দণ্ডায়মান ছিল, তদীয় হস্ত ধারণ পূর্বক, ভঁাহাকে সেই উদ্যম হইতে নিবৃত্ত করিল। সফোনিমস নামক এক জন প্ৰাচীন দৈবজ্ঞও তথায় উপস্থিত ছিলেন, তিনি আইডোমিনিয়াসকে কহিতে লাগিলেন, রাজনী ! পুত্ৰনাশ ব্যতিরেকেও বরুণদেব প্ৰসাদিত হইবেন । তুমি যে মানসিক করিয়াছ তাহ অত্যন্ত অন্যায্য ও গৰ্হিত ; নিষ্ঠুরাচরণে দেবতারা প্ৰীত না হইয়া বরং বিরক্তই হইয়া থাকেন । তোমার ঐৰূপ মানসিক করা নিতান্ত গৰ্হিত কৰ্ম্ম হইয়াছে, এক্ষণে উহার সম্পাদন নিমিত্ত স্বহস্তে পুত্রহত্যা করিয়া তদপেক্ষা অধিকতর গৰ্হিত কাৰ্য্যের অনুষ্ঠানে প্ৰবৃত্ত হইও না । সম্যক বিবেচনা করিতে না পারিয়া একটি কুকৰ্ম্ম করিয়াছ বলিয়াই, তদনুরোধে ঘোরতর কুকৰ্ম্মান্তরের অনুষ্ঠানে প্ৰবৃত্ত হওয়া নিতান্ত যুক্তিবিরুদ্ধ। যদিই তুমি প্রতিজ্ঞার উলঙ্ঘনে ভীত হও, বরুণদেবের পরিতোষার্থ হিমশুত্ৰ শতক সংখ্যক পশু বলিদান দাও, তঁাহার বেদি কুসুমে সুশোভিত কর ও সুগন্ধি ইন্ধন দ্বারা অগ্নি প্ৰজ্বলিত করিয়া ধূমমণ্ডলে গগনমণ্ডল আচ্ছন্ন কর, তাহা হইলেই তিনি পরম পরিতুষ্ট হইবেন । আইডোমিনিয়ন্সের আকার প্রকার দর্শনে বোধ হইতে লাগিল, তিনি উন্মত্তপ্রায় হইয়াছেন। তিনি ‘ দৈবজ্ঞেয় বাক্যগুলি শ্রবণ করিলেন, কিন্তু কোন উত্তর দিলেন DS0 SYuDBDS DBBDDDDD SDBDBBDBBS SLeOBgS S D L BDBDBD প্ৰচণ্ড হইয়া উঠিল, মুখবর্ণ প্রতিক্ষণ বিকৃত হইতে S ህ”