পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शले जश। NV “হইতে দেখিলে, আমার অতিশয় কষ্ট বোধ হইবে ; আর স্বদেশের প্রতি আমার এত স্নেহ আছে যে, অপর পুত্রের হস্তে রাজ্যভার অৰ্পিত হওয়া কোন ক্রমেই আমার অভিমত নহে । ভঁাহার এইৰূপ বাক্যশ্রবণমাত্র আমি বুঝিতে পারিলাম যে, তঁাহার একটি পুত্ৰ ধাৰ্ম্মিক ও সচ্চরিত্র, তাহাকে তিনি সাতিশয় স্নেহ করেন ; আর BuBBS SKuDuS SDDDD L BBDBLSSSBDDB LBD DDDB তাদৃশ স্নেহ নাই। ফলতঃ, এই কথোপকথন শুনিয়া, ভঁাহার সবিশেষ জীবনবৃত্তান্ত অবগত হইবার নিমিত্ত, আমি একান্ত কৌতুহলাক্রান্ত হইয়া অনুসন্ধান করাতে, এক ব্যক্তি আমাকে বলিতে লাগিলেন, “আরিাষ্টডিমস বহু কাল সেনাসংক্রান্ত কৰ্ম্ম করিয়াছেন ; তঁাহার সর্ব শরীর অস্ত্ৰাঘাতচিহ্রে অঙ্কিত আছে ; কিন্তু তিনি কপট ব্যবহার ও চাটুবাদ অত্যন্ত ঘূণা করেন, এজন্য আমাদিগের পুর্ব নৃপতি আইডোমিনিয়াস্ তাহাকে দেখিতে পারিতেন না, সুতরাং টয়নগরের অবরোধাৰ্থ যাত্রাকালে ভঁাহাকে ক্রীট দ্বীপে রাখিয়া গেলেন। নৃপতির অন্তঃকরণ নিরন্তর শঙ্কিত থাকিত ; কারণ তিনি বুঝিতে পারিতেন যে, অরিাষ্টডিমস তাহাকে যে সকল উপদেশ দিতেন তাহা অতি উৎকৃষ্ট ; কিন্তু ভঁাহার চিত্তের এতাদৃশী দৃঢ়তা ছিল না যে, তদনুসারে। কাৰ্য্য করিয়া উঠেন। আর আরিাষ্টডিমস্ স্বীয় অলৌকিক গুণগ্রামপ্রভাবে অল্পকালমধ্যে অবশ্যই অসাধারণ খ্যাতি লাভ করিবেন, ইহা চিন্তা করিয়া তদীয় অন্তঃকরণে ঈৰ্য্যারও সঞ্চার হইত। এই সমস্ত কারণে, রাজা এই মহানুভাব বীরপুরুষের