পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्र्छ जर्गे । Sq\o সুমেরুশিখরে অধিৰূঢ় থাক, ভঁাহার ইচ্ছা হইলে, তিনি তৎক্ষণাৎ তোমাকে তথা হইতে রসাতলে বা দুস্তর নরকে চির কালের নিমিত্ত পরিক্ষিপ্ত করিতে পারেন । তদীয় এই উপদেশবাক্য শ্রবণ করিয়া, আমি মনে মনে যথেষ্ট প্ৰশংসা করিলাম, এবং আমার অন্তঃকরণে কিয়দংশে উৎসাহ ও সাহস সঞ্চার হইল ; কিন্তু আমি ভয়ে এৰূপ বিহ্বল ও হতবুদ্ধি হইয়া গিয়াছিলাম যে, কোন উত্তর দিতে পারিলাম না । অতঃপর আমরা পরস্পর অদৃশ্য হইলাম ; না। আমিই আর তঁাহাকে দেখিতে পাইলাম, না। তিনিই আর আমাকে দেখিতে পাইলেন । আমরা সমস্ত রাত্রি এই অবস্থায় রহিলাম ; কোন দিকে যাইতেছি, এবং অবশেষে কোন স্থানে উপনীত হইব, কিছুই বুঝিতে পারিলাম না । ক্রমে ক্ৰমে বাত্যার ঔদ্ধত্য হ্রাস প্ৰাপ্ত হইতে লাগিল ; সেই সমভিব্যাহারে প্রচণ্ড তরঙ্গ সকল লয় প্রাপ্ত হইতে লাগিল, এবং অবশেষে জলনিধি ভীষণ মুৰ্ত্তি পরিহার পূর্বক প্ৰশান্ত ভাব অবলম্বন করিল। এই ৰূপে ঐ দুর্দিন অতিক্রান্ত হইলে, নভোমণ্ডলে নক্ষত্ৰমালার আবির্ভাব হইল । কিয়ৎ ক্ষণ পরেই পুৰ্ব্বদিঘিDBBuB DBBBBD DBDBDBD DBDD S DBBDD DBDD BBDBDD দৃষ্টি সঞ্চারণা করিয়া কিয়াৎ দুরে ভূমি নিরীক্ষণ করিলাম । মন্দ মন্দ বায়ু সঞ্চার সহকারে আমরা সেই দিকে নীতি হইতে লাগিলাম ; তদর্শনে আমার অন্তঃকরণে পুনরায় আশা সঞ্চার হইল। তখন আমরা, আমাদের সহচরেরা জীবিত আছেন কি না, জানিবার নিমিত্ত নিতান্ত উৎসুক চিত্তে চারি দিকে নেত্ৰপাত করিতে লাগিলাম, কিন্তু এক