পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম সৰ্গ । S সেই গৃহে প্রবিষ্ট হইয়া দেখিলেন, দেবীর সহচরীগণ রমণীয় বেশ ভুষা, সমাধান করিয়া অশেষবিধ সুরস অন্ন ব্যঞ্জন পরিবেশন করিতেছেন। তঁহায়া আহার করিতে ঘসিলেন। ইত্যবসরে অপর চারি জন কোকিলকণ্ঠী সহচরী মধুর বীণাবাদন করিয়া তানলয়।বিশুদ্ধ স্বর সংযোগে সুরাসুরসংগ্রাম প্রভৃতি বিবিধ বিষয়িণী গীতি আরম্ভ করিলেন ; পরিশেষে ট্ৰয়নগরীয় যুদ্ধবৃত্তান্ত উল্লেখ করিয়া গীতিচ্ছলে ইউলিসিসের অপ্রতিম শৌৰ্য্য ও অসাধারণ বুদ্ধিশক্তিয় ভূয়সী প্ৰশংসা কীৰ্ত্তন করিতে লাগিলেন । পিতৃনাম আগ্রবণমাত্র পিতৃভক্ত টেলিমেকসের নয়নযুগল বাষ্পবারি বর্ষণ করিতে লাগিল ; তদ্দ্বারা তঁহার বদনসুধাকর অনিৰ্বাচনীয়শোভা সম্পন্ন হইল । কালিপেস টেলিমেকসকে সাতিশয়। কাতর, শোকাভিভূত ও ভোজনবিরত দেখিয়া সহচরীগণকে সঙ্কেত করিলেন ; তঁাহারা তৎক্ষণাৎ প্ৰস্তুত বিষয় পরিাত্যাগ পূর্বক অন্যবিষয়সংক্রান্ত সংগীত আরম্ভ করিলেন। ভোজন সমাপন হইলে, কালিপেস টেলিমেকসকে একান্তে লইয়া গিয়া কহিতে লাগিলেন টেলিমেকস !”তুমি দেখিতেছি। আমি তোমার প্রতি কেমন অনুগ্রহ প্রদর্শন করিতেছি। তোমাকে বলিতেছি আমি মানবী নাহি ; কখন কোন মানব আমার এই দ্বীপকে পদম্পর্শ দ্বারা দুষিত করিতে পারে না ; ষে করে, সে তৎক্ষণাৎ তদুপযুক্ত দণ্ড পাইয়া থাকে। কিন্তু দেখ, তুমি মানব হইয়া আমার দ্বীপকে পদস্পর্শ দ্বারা দুষিত করিয়াছ, তথাপি তোমাকে ক্ষমা করিলাম। তুমি পোতভঙ্গ নিবন্ধন ঘোরতর দুরবস্থায় পড়িয়াছ সত্য বটে, কিন্তু যদি তদপেক্ষা গুরুতর অন্য কোন কারণে অামার V