পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

之8 টেলিমেকিস । ত, তুমি পুনর্বার ঔদ্ধত্যদোষে লিপ্ত হুইবে । সে যাহা হউক, এক্ষণে সাহস ভিন্ন পরিত্রাণের উপায় নাই। বিপদ ঘটিবার পুর্বে বিপদকে ভয়ানক জ্ঞান করা উচিত ; কিন্তু বিপদ ঘটিলে অকুতোভয়ে ও অব্যাকুলিত চিত্তে তৎপ্রতিবিধানে তৎপর হওয়া আবশ্যক; সে সময়ে ভয়ে অভিভূত হওয়াই কাপুৰুষের লক্ষণ । অতএব পিতার উপযুক্ত হও, উপস্থিত বিপদে অক্ষুব্ধ চিত্ত হইয়া পরিত্রাণের উপায় চিন্তা কর। মেণ্টরের সরলতা ও মহানুভাবত দর্শনে আমি অত্যন্ত প্ৰীত হইলাম ; কিন্তু যে উপায়ে তিনি আমাদিগকে বিপদ হইতে মুক্ত করিলেন, তাহ দেখিয়া এক বারে বিস্ময়াপন্ন হইলাম। এতাবৎ কাল পৰ্য্যন্ত গগনমণ্ডল ঘনঘটায় আচ্ছন্ন ছিল, অকস্মাৎ বিলক্ষণ পরিষ্কৃত হইয়া উঠিল। টোজনেরা অত্যন্ত সন্নিহিত ছিল, সুতরাৎ দেখিবা মাত্র তাহারা আমাদিগকে গ্ৰীকজাতি বলিয়া চিনিতে পারিত, এবং তাহা হইলেই নিঃসন্দেহ আমাদিগের প্রাণসংশয়। উপস্থিত হইত। এই সময়ে মেন্টর দেখিতে পাইলেন, তাহাদের এক খানি নৌকা বায়ুবেগবশাৎ কিঞ্চিদূরে পড়িয়াছে। ঐ নৌকা প্ৰায় সর্বাংশেই আমাদিগের নৌকার তুল্য, কেবল তাহার পশ্চাদ্ভাগ কুসুমমালায় সুশোভিত এই মাত্র বিশেষ । ইহা লক্ষ্য করিয়া অবিলম্বে তিনি আমাদিগের নীেকার সেই স্থানে সেইৰূপ মালা সেইৰূপ রজ্জ্ব, দ্বারা স্বয়ং বন্ধন করিলেন, এবং নাবিকদিগকে কহিয়া দিলেন, তোমরা সম্পূর্ণ শক্তি সহকারে ক্ষেপণী ক্ষেপণ কর, তাহা হইলে বিপক্ষেরা আমাদিগকে গ্ৰীক বলিয়া চিনিতে পরিবে না। এই ৰূপে তিনি বিপক্ষগণের মধ্য