পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VOo টেলিমেকিস । তুলনা করিলে ঐশ্বৰ্য্য ও সাম্রাজ্য অতি তুচ্ছ। বুঝিলাম, তুমি সামান্য মানব নহ ; কেবল আমার পরিত্রাণের নিমিত্তই এই দ্বীপে উপনীত হইয়াছ। অতএব কৃতাঞ্জলিপুটে প্রার্থনা করিতেছি, কৃপা করিয়া আমার অপরাধ ও দুর্বিনীতত মার্জন কর। এই বলিয়া বলিপ্ৰদানের অনুষ্ঠান সকল স্থগিত করিতে আজ্ঞা দিলেন এবং অবিলম্বে মেন্টরনির্দিষ্ট আক্রমণের নিবারণজন্য সঙ্গীভূত হইতে লাগিলেন। এই সংবাদ সৰ্ব্বতঃ সঞ্চারিত হইবামাত্র চতুর্দিকে অতি বিপুল কোলাহল উঠিল ; দৃষ্ট হইল, ভয়কম্পিত নারীগণ ও জরাজীর্ণ পুরুষগণ সাতিশয় ব্যাকুল হইয়া নগর মধ্যে প্ৰবেশ করিতেছে ; বালকের অগ্রুমুখে জনক জননীর পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইতেছে ; গো মেষাদি পশুগণ মাঠ হইতে পালে পালে নগরে প্রবেশ করিতেছে ; চারি দিকেই অব্যক্ত আৰ্ত্তনাদ মাত্র শ্রবণগোচর হইতেছে । সকলেই আকুলিত চিত্তে কেবল সম্মুখের দিকেই চলিতেছে, কিন্তু কোথা যাইতেছে কিছুই বুঝিতেছে না । প্রধান প্ৰধান পুরবাসীরা আপনাদিগকে সামান্য ব্যক্তিবর্গ অপেক্ষা সমধিক বিজ্ঞ বিবেচনা করিয়া স্থির করিলেন যে, মেন্টর প্ৰতারক, কেবল কয়েক দিবস বঁাচিবার নিমিত্ত স্বকপোলকল্পিত এক মিথ্যা ঘটনা নির্দেশ করিয়াছে। তৃতীয় দিবস পরিপূর্ণ হইবার অব্যবহিত পুৰ্ব্বে ভঁাহারা স্বীয় মুদ্ধিমত্তার প্রশংসা করিতেছেন, এমন সময়ে নিকটবতীর্ণ পৰ্ব্বতোপরি নিবিড়ঘনঘটাসদৃশ রজোরাশি উত্থিত হইয়া গগনমণ্ডল আচ্ছন্ন করিল। অনতিবিলম্বেই অসংখ্য অস্ত্ৰধারী অসভ্যদল সুব্যক্তি লক্ষিত হইতে লাগিল । যাহারা