পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম সৰ্গ । VOY মেণ্টরের ভবিষ্যসুচনাতে অগ্রদ্ধা করিয়া স্ব স্ব সম্পত্তি রক্ষণে যত্নবান হয় নাই, তাহার এক্ষণে, সৰ্বশ্ববিনাশৰূপ সমুচিত দণ্ড প্রাপ্ত হইল। এই সময়ে রাজা মেন্টরকে সম্বোধন করিয়া কহিতে লাগিলেন, তোমরা যে গ্ৰীকজাতি তাহ আমি এই অবধি বিস্মৃত হইলাম, তোমরা আর আমার শক্ৰ নাহ, পরম মিত্ৰ ! দেবতারা নিঃসন্দেহ আমাদের পরিত্রাণের নিমিত্তই তোমাদিগকে প্রেরণ করিয়াছেন। তুমি যথাসময়ে যেৰূপ এপ্রিজ্ঞা প্ৰকাশ করিয়াছ, তোমাকে যথাসময়ে তদনু, ৰূপ শৌৰ্য্যও, প্ৰকাশ করিতে হইবে ; অতএৰ আর কেন বিলম্ব করিতেছি । পুর্বাঙ্কে ভবিষ্যসুচনা করিয়া যেমন নিস্তার করিয়াছ, এক্ষণে সমরাসজ্জা করিয়া সেইৰূপ নিস্তার কর । তোমা ব্যতিরেকে, যেমন অগ্ৰে এই বিপৎপাতের বিষয় অবগত হইবার উপায় ছিল না, তেমনি এক্ষণে তোমা ব্যতিরেকে এই বিপদ হইতে উদ্ধার হইবারও পথ নাই। এই বাক্য শ্রবণ, মাত্র মেণ্টরের নেত্ৰদ্ধয় হইতে এক অনিৰ্ব্বচনীয় জ্যোতিঃ আবির্ভূত হইল। তদর্শনে ভীষণদিগেরও হািদয়ে ভয় সঞ্চার হইল এবং গর্বিতদিগেরও গৰ্ব্ব খৰ্ব্ব হইয়া অন্তঃকরণে ভক্তিভাবের আবির্ভাব হইল। তিনি ৰাম করে চৰ্ম্ম, শিরে শিরস্ত্ৰাণ, ও কটিদেশে তরবারি ধারণ করিলেন, দক্ষিণ করে ভাল লইয়া সঞ্চালন করিতে লাগিলেন এবং এসেষ্টিসের সৈন্য সকল সমভিৰ্যাবহারে করিয়া বিপক্ষা, ভিমুখে প্ৰস্থান করিলেন । এসেষ্টিসের বিলক্ষণ সাহস ছিল ; কিন্তু জরাজীর্ণ কলেবর প্রযুক্ত তিনি মেন্টরের নিকটে থাকিতে না পারিয়া কিঞ্চিৎ অন্তরে অবস্থিতি করিলেন । এসেটিস অপেক্ষ আমি মেণ্টরের, সমীপৰতী ছিলাম, কিন্তু ক্রিয়া দ্বারা