পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*08 টেলিমেকিস । আর বিলম্ব করিও না, ত্বরায় নৌকায় আরোহণ কর। তৎকালে সিসিলির লোক গ্ৰীসদেশে যাইলে তথায় তাহদের ৰিপদ ঘটিবার বিলক্ষণ সম্ভাবনা ছিল, এজন্য তিনি আপনি প্ৰজাগণের মধ্য হইতে একটিও লোক না লইয়া ফিনীসিয়াদেশীয় কতিপয় সংযাত্ৰিক বণিকদিগকে আমাদের সঙ্গে দিলেন ; তাহারা বাণিজ্য উপলক্ষে সর্বত্র গমনাগমন করে, সুতরাং কোন স্থানেই তাহাদের তাদৃশ বিপদের আশঙ্কা ছিল না। আমাদিগকে ইথাকা নগরীতে উত্তীৰ্ণ করিয়া দিয়া রাজসমীপে প্ৰত্যাবৰ্ত্তন করিবেক, এই নিয়মে তাহারা আমাদিগের সহিত যাত্রা করিল ; কিন্তু দেবতারা মানবগণের কল্পনা সকল ব্যর্থ করিয়া দেন। দৈববিড়ম্বনায় আমরা সঙ্কল্লিত স্বদেশপ্ৰতিগমনে চৰিফলপ্ৰযত্ন ও নানা বিপদে পতিত হইলাম ।