পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সৰ্গ । 80 আছে, কারণ তথাকার অনেক নিয়ম ও রীতি নীতি মিসর দেশ হইতে পরিগৃহীত হইয়াছে । আমি হিরাক্লিসের গুণগ্রাম ও একিলিসের মহাত্মতার বিষয় অনবগত নাহি । ইউলিসিসের বিজ্ঞতার বিষয় শুনিয়া সাতিশয় প্ৰীত আছি। আমার স্বভাব এই, গুণবানের ও ধাৰ্ম্মিকের দুঃখবিমোচনে সাধ্যানুসারে যত্ন করিয়া থাকি । ब्रांक निनहैि,न् cयमन अभांत्रिक ७ भशश्उांव, भिकिन् নামে ভঁাহার এক জন কৰ্ম্মকৰ্ত্তা তেমনই দুরাচার ও স্বার্থপর। ঐ ব্যক্তির প্রতি রাজা আমাদিগের বিষয় সৰিশেষ অনুসন্ধান করিবার ভার প্রদান করিজোন । মিটফিস্ কুট প্রশ্ন দ্বারা আমাদিগের চিত্তবিভ্ৰাম জন্মাইয়া দিবার চেষ্টা পাইতে লাগিলেন এবং মেণ্টরের উত্তর শ্ৰৰণে ভঁাহাকে আমি অপেক্ষা বুদ্ধিমান্য বিবেচনা করিয়া তঁাহার উপর অতিশয় বিরক্ত হইয়া উঠিলেন। নিগুণের অন্যের গুণ দর্শনে আপনাদিগকে যেৰূপ অবমানিত বোধ করে আর কিছুতেই সেৰুপ করে না। বস্তুতঃ, তিনি মেন্টরকে আপনি অপেক্ষা বিজ্ঞ ও বুদ্ধিমান দেখিয়া মনে মনে অত্যন্ত কুপিত হইয়াছিলেন। তিনি প্রশ্নকালে নানা কৌশল করিলেন, কিন্তু মেণ্টরের চিত্তবিভ্ৰাম জন্মাইতে পারিলেন না, এবং মেণ্টরের নিকটে থাকাতে আমারও চিত্তাল্লম জন্মিল মা ; অতএব তিনি আমাদিগকে পৃথক পৃথক স্থানে রাখিয়া দিলেন। তদবধি আমি মেন্টরের বিষয় কিছুই জানিতে পারিলাম না। এই বন্ধুবিয়োগ

  • আমায় পক্ষে বজ্ৰপাতিবৎ আকস্মিক ও ভয়ানক হইয়া

উঠিল। মিটফিন্তু আমাদিগকে এই অভিপ্ৰায়ে বিযুক্ত