পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(KT টেলিমেকািন্স এই দৈববাণী শ্রবণে আমার অন্তঃকরণে ষেৰূপ আনিকঁচনীয় আনন্দের উদয় হইল এবং হৃদয় ষেৰূপ অদ্ভুত সাহসে পরিপূর্ণ হইয়া উঠিল। তাহা বৰ্ণনা করিবার নহে। দৈববাণী শ্ৰবণে লোকের অন্তঃকরণ ৰেৰূপ ভয়ে অভিভূত এবং শরীর যেৰূপ রোমাঞ্চিত ও কম্পিত হয় আমার তাহা কিছুই হইল না । আমি প্রশান্ত চিত্তে ভূতল হইতে উঠিঘাম এবং মিনর্ব দেবীই এই প্রত্যাদেশ করিলেন স্থির করিয়া, ক্ষিতিন্যস্ত জানু কৃতাঞ্জলিপুটে ভঁাহার বহুবিধ স্তুতি করিলাম। তৎকালে আমি অনুভব করিতে লাগিলাম যে, জ্ঞানালোকে আমার অন্তঃকরণ প্রদ্যোতিত হইল এবং DBB DBDBBDBD DBDBBDBDBD S DBDDBDDBD TsDD SDBBBB যৌবনসুলভ ঔদ্ধত্যের শান্তি ও ইন্দ্ৰিয়গণের দমন করিল। তদবধি সমুদায় রাখালগণের সহিত আমার প্রণয় জন্মিল । কিউটিস প্রথমতঃ আমার প্রতি সাতিশয় নিষ্ঠুরাচরণ করিত, মে ব্যক্তিও তদবধি আমার নম্রতা, সহিষ্ণুতা ও পরিশ্রম দেখিয়া অত্যন্ত সস্তুষ্ট হইল । দৈববাণী শ্রবণে আমার অন্তঃকরণে ধৈৰ্য্য ও সাহসের আবির্ভাব হওয়াতে, আপাততঃ আমার মানসিক কষ্টের অনেক লাঘব হইল বটে, কিন্তু বন্দীভাবে একাকী অবস্থানের ক্লেশ পুনরায় অত্যন্ত অসহ্য হইয়া উঠিল। এমন অবস্থায় পুস্তক পাঠ ব্যতিরেকে ক্লেশ লঘুকরণের উপায়ান্তর না দেখিয়া আমি, পাঠোপযোগিপুস্তকসংগ্ৰহাৰ্থ অত্যন্ত DD DBDBDD S DBD BDD DDB DBD BDBB BBBDDS যাহারা বহুদোষিসমাকীর্ণ ভোগসুখে বিমুখ হইয়া বিজনবাসে দোষম্পর্শ শুন্য অনিৰ্ব্বচনীয় সুখাস্বাদনে সন্তুষ্ট হইয়া থাকে,