পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R • টেলিমেকিস। তিনি সতত আপন ক্ষমতা ও ঐশ্বৰ্যমদে মন্ত হইয়া থাকিতেন ; মনে করিতেন, সমুদায় ব্যাপার তঁাহার ইচ্ছার অধীন হইবেক এবং অণুমাত্ৰ ইচ্ছাপ্রতিরোধ হইলেই ক্ৰোধে অন্ধ ও হিতাহিতবিবেচনাশূন্য হইয়া পশুবৎ ব্যবহার করিতেন, তখন তঁাহাতে মনুষ্যের কোন চিহ্নই থাকিত না। হিতৈষী প্ৰভুভক্ত ভৃত্যগণ ভীত হইয়া ক্ৰমে ক্ৰমে ভঁাহাকে পরিত্যাগ করিয়াছিল; যাহারা ভঁাহার ইচ্ছানুৰূপ কাৰ্য্য করিতে সম্মত হইত, কেবল তাহারাই তঁহার সন্নিহিত থাকিত। এই ৰূপে তিনি চাটুকারবর্গে বেষ্টিত, হিতাহিতবিবেচনাবিমুঢ় ও সজ্জনগণের ঘূণাস্পদ হইয়া নানা গৰ্হিত কাৰ্য্যের অনুষ্ঠানে কালাহরণ করিতেন। কেবল অসাধারণ সাহস ও অপরিমেয় বিক্রম বলে। তিনি অনেক ক্ষণ পৰ্য্যন্ত আত্মরক্ষা করিয়াছিলেন, পরিশেষে কোন ফিনীসীয় সৈনিক পুরুষের বাণ আসিয়া ভঁাহার বক্ষঃস্থল বিদীর্ণ করিল। বাণাহত হইবামাত্ৰ ভঁাহার হস্ত হইতে অশ্বরশ্মি ভ্ৰষ্ট হইল ; তিনি রথ হইতে ভূতলে পড়িলেন। এই অবসরে সাইপ্ৰসূৰীপানিবাসী এক সৈনিক KBDBD DDDB YBBBBD BBBD DLDDLS g DD DBBBDS কেশধারণ পূর্বক উৰ্দ্ধে তুলিয়া, জয়চিহ্নস্বৰূপ স্বপক্ষীয় সেনাগণকে দর্শন করাইতে লাগিল । সেই ছিন্ন মস্তকের আকৃতি আমার যাবজ্জীবন স্মরণ থাকিবেক, কখনই বিস্মৃত হইব না। আমি অদ্যাপি প্রত্যক্ষবৎ দেখিতেছি যেন সেই মুণ্ড হইতে শোণিতধারা নিৰ্গত হইতেছে, নয়নদ্বয় মুদ্রিত রহিয়াছে, আকার বিশ্রী ও বিবৰ্ণ হইয়া গিয়াছে, মুখ অৰ্দ্ধোচ্চারিত বাক্য সমাপ্তির