পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VN টেলিমেকিস। অভিলাষ করিয়া জিজ্ঞাসা করিলেন, ফিনীসিয়ার কোন নগরে তোমার নিবাস ? আমি কহিলাম, ফিনীসিয়ায় আমার নিবাস নাহে । মিসরদেশবাসীরা আমাকে ফিনীসীয় নৌকায় দেখিতে পাইয়া রুদ্ধ করিয়াছিল এবং ফিনীসীয় জ্ঞান করিয়া আমাকে মিসর দেশে বন্দী করির রাখিয়াছিল। ফিনীসীয় বলিয়া আমি অনেক দিন মিসর দেশে বন্দী ভাবে থাকিয়া অশেষ ক্লেশ ভোগ করিয়াছি, এবং অবশেষে ফিনীসীয় বলিয়াই মুক্ত হইয়াছি। নাৰ্বালি কহিলেন, তবে তুমি কোন দেশ নিবাসী, বল। আমি বলিলাম, গ্রীস দেশে আমার নিবাস, ইথাকাদ্বীপের অধিপতি ইউলিসিস আমার পিতা। যে সকল রাজার ট্রয় নগর অবরোধ করেন, পিতা তঁহাদিগের মধ্যে এক জন প্রধান উদেযাগী ছিলেন। কাৰ্য্য শেষ হইলে, সকলেই স্ব স্ব রাজধানী প্ৰতিগমন করিয়াছেন, কিন্তু দৈববিড়ম্বনায় পিতা অদ্যাপি স্বদেশে প্ৰতিগমন করিতে পারেন নাই । আমি দেশে দেশে তঁহার অনেক অনুসন্ধান করিয়াছি, কুত্ৰাপি কোন সংবাদ পাই নাই। আমি রাজ্যসংক্রান্ত বিষয়ে লিপ্ত নই এবং অন্যান্য বিষয়েও খ্যাতি প্ৰতিপত্তি লাভের আকাঙক্ষ রাখি না ; বস্তুতঃ, পিতার আজ্ঞাধীন হুইয়া থাকা ব্যতিরেকে আমার আর কোন অভিলাষ নাই ; কেবল পিতৃভক্তির আতিশয্য নিববন্ধন তদীয় অন্বেষণে নিৰ্গত হইয়া এতাবৎ কাল পৰ্য্যন্ত বহুবিধ কষ্ট ভোগ করিয়া আসিতেছি। নাৰ্বল বিস্ময়োৎফুল লোচনে আমাকে নিরীক্ষণ করিতে লাগিলেন এবং বোধ করিলেন, যেন দেবানুগৃহীত ব্যক্তিদিগের লক্ষণ আমার মুখমণ্ডলে স্বাস্পষ্ট ব্যক্ত হইতেছে।