পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টেলিমেকিস । এবং মানবজাতিও ইহার স্নেহভাজন হইত। ইহার ঈদৃশ সম্পত্তি থাকিত না যথাৰ্থ বটে ; কিন্তু পৰ্যাপ্ত পরিামাণে উৎপন্ন পৃথিবীর ফলমুলশাস্তাদি লাভ করিয়া, ইনি পরম আনন্দ ভোগ করিতেন, অথচ সাংসারিক অ্যাবশ্বত্যক কোন বিষয়েরই অভাব থাকিত না । ষে ব্যক্তি সম্পত্তি লাভ করিয়া ইচ্ছানুৰূপ ভোগ করিতে সা পারে, তাহার পক্ষে সেই সম্পত্তি ভস্মরাশির দ্যায় নিতান্ত নিৰ্ম্মফল । ইহা আপততঃ বোধ হয় যে, ইনি আপনি ইচ্ছানুৰূপ কাৰ্য্য করিয়া থাকেন ; কিন্তু বাস্তবিক তাহা নহে। ইনি দুর্দম ইন্দ্ৰিয়গণের দাস ; চিরকাল ধনলিপিলার দাসত্ব করিতে এবং ভয় ও সন্দেহ জনিত মনঃক্লেশ ভোগ করিতেই ভূমণ্ডলে আসিয়াছেন। ইনি অন্তের উপর আধিপত্য করিয়া থাকেন; কিন্তু ইহায় আপনার উপর আপনার আধিপত্য নাই ; কারণ, দুৰ্দ্ধান্ত ইন্দ্ৰিয়গণ প্ৰত্যেকে ইহার এক একটি প্ৰভু ও এক একটি প্ৰহৰ্ত্ত । পিঙ্গালিয়নকে না দেখিয়াই আমি এই ৰূপে ভঁাহার অবস্থাঘটিত ঈদৃশ নানা তর্ক বিতর্ক করিলাম ; বস্তুতঃ, তঁহাকে কেহ কথন দেখিতে পায় না । দিবারাত্র রক্ষিগণৰেষ্টিত কারাগার তুল্য এক গৃহ মধ্যে স্বীয় সম্পত্তি সহিত তিনি নিয়ন্ত অবস্থিতি করেন । প্ৰজাগণ সচকিত নয়নে সভয় অন্তঃকরণে কেবল ভঁাহার উচ্চ প্রাসাদে দৃষ্টিক্ষেপ করিয়া থাকে, এক বারও তাহাকে দেখিতে পায় না। আমি রাজা সিসন্ট্রিসের সহিত এই হতভাগ্য নরপতির তুলনা করিতে লাগিলাম। দেখ! সিসষ্টিস্ সৌম্য, প্রিয়বাদী, সদাশয় ও সর্বদা সৰ্ব লোকের অধিগম্য ; অপরিচিত ব্যক্তি