পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃb” টেলিমেকিস। বিশ্বাস করিয়া নিশ্চিন্ত থাকে ; কিন্তু পিষ্মালিয়নের রীতি ইহার বিপরীত ছিল । তিনি কোন ব্যক্তিকেই বিশ্বাস করিতেন না । তিনি এত বার প্রতারিত হইয়াছিলেন এবং ধাৰ্ম্মিক বেশধারী, ছলনা।পর পার্শ্বচরদিগকে এত পাপাসক্ত দেখিয়াছিলেন যে, মনুষ্য মাত্রকেই প্রতারক ও পাপাত্মা স্থির করিয়া রাখিয়াছিলেন, পৃথিবীতে কেহ ধাৰ্ম্মিক আছে বলিয়া কখন বোধ করিতেন না। যদি তিনি কোন ভৃত্যকে প্ৰতারক ও অধাৰ্ম্মিক দেখিতেন, তাহাকে পদচ্যুত করিয়া তাহার স্থলে অন্য ব্যক্তিকে নিযুক্ত করা আবশ্যক বিবেDD DBDDB DLSSSBBBB DDBB BD DDS DBBDBD BBD করিব সে ব্যক্তিও সেইৰূপ প্ৰতারক ও সেইৰূপ অধ্যাশিৰ্ম্মক । দুরাচার ব্যক্তিবর্গ অপেক্ষা সাধু ও সচ্চরিত্র ব্যক্তিদিগকে তিনি অধিক ঘূণা করিতেন ; কারণ তঁাহার এই স্থির সিদ্ধান্ত ছিল যে, তাদৃশ ব্যক্তিরা দুরাচারের ন্যায়। সমুদায় অপকৰ্ম্ম করিয়া থাকে, অধিকন্তু তদপেক্ষা অধিক প্ৰতারক ও অধিক ছদ্মবেশী । টেলিমেকিস। এই ৰূপে পিষ্মালিয়নের বৃত্তান্ত কীৰ্ত্তন করিয়া কহিলেন, দেবি ! এক্ষণে আমি পুনরায় আত্মবৃত্তান্ত বৰ্ণন আরস্ত করি । যদিও রাজা পিথালিয়ন আতি সামান্য বিষয়েও অত্যন্ত সতর্ক ও সন্দিগ্ধমনাঃ ছিলেন, তথাপি তিনি আমাকে চিনিতে পারিলেন না, কিন্তু পাছে সকল বিষয় প্ৰকাশ হইয়া পড়ে এই ভয়ে নাৰ্বালি কঁাপিতে লাগিলেন ; কারণ, তাহা হইলে আমাদের উভয়েরই প্ৰাণনাশ হইত সন্দেহ নাই। এই নিমিত্ত, বা হাতে আমি শীঘ্ৰ টায়ার নগর পরিত্যাগ করি, তদ্বিষয়ে তিনি যৎপরো