পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। - ክ”¢ হইয়াছ! তোমার পূর্বতন সম্পত্তি ও আধিপত্য স্মরণ " করিলে অন্তঃকরণমধ্যে কি বিষম ক্ষোভ ও পরিতাপ উপস্থিত হয় ! m পিথালিয়ন, কি আগন্তক, কি প্ৰজাগণ, সকলকেই সমান-ভয় করেন। তিনি, ভঁাহার। পূৰ্বপুরুষদিগের প্রতিষ্ঠিত প্ৰথা অনুসারে না চলিয়া, দুরদেশাগত বণিক দিগকে YLBD Y MMDD BDD L DS DBODYYL0 নানাপ্রকার সন্দেহ উপস্থিত করিয়া অশেষ আপত্তি উথাপন করেন। জাহাজের সংখ্যা, দেশের ও জাহাজস্থিত। প্ৰত্যেক লোকের নাম, ব্যবসায়ের প্রকার, দ্রব্যাদির নাম, মূল্য ও পরিমাণ ইত্যাদি বিষয় অগ্রে অবগত না হইয়া, তিনি বিদেশীয় বণিক দিগকে আপন অধিকারে প্রবেশ করিবার অনুমতি প্ৰদান করেন না । তিনি কেবল ইহাতেই ক্ষান্ত থাকেন এমন নহে ; বাণিজ্যবিষয়ক যে নানা নিয়ম সংস্থাপিত আছে, ছলে ও কৌশলে কোন বিষয়ে সেই নিয়মের উলঙঘন ঘটাইয়া বণিকদিগের সর্বস্ব অপহরণ করিয়া লন। কোন ব্যক্তি ধনাঢ্য হইলে, তিনি তাহাকে বিস্তর ক্লেশ৷ দিয়া থাকেন । কখন কখন তিনি নানা অকিঞ্চিৎকর হেতু প্রদর্শন পূর্বক শুল্ক বৃদ্ধি করিয়া দেন, তাহাতেও বাণিজ্যের বিস্তর ব্যাঘাত ঘটতেছে । তিনি স্বয়ং বাণিজ্য করিয়া থাকেন বলিয়া ভান করেন, কিন্তু কেহই সাধ্যপক্ষে তাহার ংস্রবে থাকিতে চাহে না । অতএব দেখি ! দিনে দিনে বাণিজ্যের হ্রাস হইয়া যাইতেছে ; ভিন্নদেশীয়ের টায়র নগরে গমনাগমন করা প্ৰায় পরিত্যাগ করিয়াছে । যদি পিষ্মালিয়ন এইৰূপ অনর্থকর অহিত্যাচরণে বিরত না হয়েন,