পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। tሙፃ ভাজন হয়েনি। স্বত্রধর আপনি ব্যবসায়ে বিশেষ নিপুণ হইলে কেবল প্রচুর অর্থলাভই করে এমন নহে, যথোচিত আদর প্রাপ্তও হয়। ক্ষেপণিকেরাও আপনি কাৰ্যে পরিপক্ক হইলে যথাযোগ্য পুরস্কার পাইয়া থাকে । কোন দাড়ী পীড়িত হইলে তাহার রোগশান্তির নিমিত্ত বিশেষ যত্ন, ও সে দেশস্তরে গমন করিলে তাহার পরিবারদিগের তত্ত্বানুসন্ধান, করা যায়; যদি দৈব ঘটনায় জাহাজ জলমগ্ন ইহয় তাহার প্রাণনাশ হয়, তাহা হইলে তাহার পরিবারদিগের ভরণ পোষণের ভার গ্ৰহণ করা যায় ; আর যদি সে নিৰূপিত কতিপয় বৎসর স্বীকাৰ্য্য নিৰ্বাহ করিয়া উঠে, তাহা হইলে, যাহাতে আয়াস ও পরিশ্রম ব্যতিরেকে গৃহে বসিয়া স্বচ্ছন্দে জীবন পাত করিতে পারে। এৰূপ সংস্থান করিয়া দিয়া, অতি সমাদর পূর্বক তাহাকে কৰ্ম্ম হইতে অবসর দেওয়া যায়। এই নিমিত্ত এ দেশে কখনই উত্তম নাবিকের বা ক্ষেপণিকের অসম্ভাব ঘটে না । পুত্ৰদিগকে এমন উত্তম ব্যবসায়ে সুশিক্ষিত করিতে পিতা মাত্রেই অত্যন্ত ব্যগ্র হয়েন। বালকেরা অতি শৈশবকালেই ক্ষেপণীধারণে, রজ্জপ্রসারণে, গুণবৃক্ষারোহণে ও প্রচণ্ডবাত্যাতুিচ্ছীকরণে অভ্যস্ত হইতে আরম্ভ করে। এই ৰূপে, লোকেরা সম্মান ও পুরস্কার প্ৰত্যাশায় স্বেচ্ছাক্রমে স্ব স্ব কাৰ্য্যে প্রবৃত্ত হওয়াতে সাধারণের কত মহোপকার জন্মিতেছে । কিন্তু, যদি সম্মান ও পুরস্কারের প্রত্যাশা না দেখাইয়া, কেবল রাজশাসনের উপরই নির্ভর করা যাইত, তাহা হইলে কদাচি এৰূপ সম্ভাবিত না; কারণ অন্যের পরিশ্রম দ্বারা আপনি কাৰ্য্য সম্পন্ন করিতে হইলে, পরিশ্রমকারীর অন্তঃকরণে অনুরাগ