পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

trb টেলিমেকিস। ও লাভাকাঙক্ষ উভয়েরই আবির্ভাব করিয়া দেওয়া ङij । এইৰূপ কথোপকথনের পর নাবাল আমাকে পণ্যশালা, শস্ত্রাগার ও জাহাজনিৰ্ম্মাণস্থান প্ৰদৰ্শনার্থ লইয়া গেলেন । তথায় , উপস্থিত হইয়া, অত্যন্ত মনোযোগ পূর্বক, আমি প্ৰত্যেক সামগ্রীর সবিশেষ তথ্য জিজ্ঞাসা করিতে লাগিলাম, এবং পাছে কোন প্রয়োজনোপযোগী বিষয় বিস্তৃত হইয়া যাই, এই মন্দেহ কারিয়া, যাহা শুনিতে লাগিলাম। তৎক্ষণাৎ লিখিয়া লইলাম। এই রূপে আমি নানা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করিতে লাগিলাম । কিন্তু, নাৰাল আমাকে অত্যন্ত স্নেহ করিতেন, সুতরাং আমার প্রস্থানের বিলম্ব দেখিয়া, তিনি অতিশয় উৎকণ্ঠিত হইতে লাগিলেন ; যেহেতু, পিষ্মালিয়নের চরিত্ৰ ভঁাহার বিলক্ষণ বিদিত। ছিল ; বিশেষতঃ, তিনি জানিতেন, রাজকীয় চরেরা এই ৰূপ বিষয়ের অন্বেষণার্থ দিবারাত্র নগর মধ্যে ভ্ৰমণ করি, তেছে। অতএব, পাছে তাহারা মৎসংক্রান্ত সকল বিষয়ের সবিশেষ সন্ধান পাইয়া রাজার গোচর করে, এই চিন্তায় আক্রান্ত হইয়া তিনি নিতান্ত ব্যাকুল হইয়া উঠিলেন ; কিন্তু তৎকাল পৰ্যন্তও প্রতিকুল বায়ু ৰহিতেছিল, সুতরাৎ পোতারোহণের সময় উপস্থিত হয় নাই ; এজন্য আমাকে অগত্যা তথায় আর কিছু দিন অবস্থিতি করিতে হইল। এক দিন, আমরা নিবিষ্ট চিত্তে বণিকাগণের সহিত বাণিজ্যবিষয়ক কথোপকথন ও জাহাজ প্রভৃতি দর্শন করিতেছি, এমন সময়ে এক জন রাজপুরুষ আসিয়া নাবালকে কহিল, মিসর দেশ হইতে যে সকল, জাহাজ ফিরিয়া আসিয়াছে,