পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] নিষ্কণ্টক సెట్గా লইয়া চারিদিকে দেখিতে লাগিলেন। নিকটেই একটা পিস্তল পড়িয়াছিল, সেটা তুলিয়া লইলেন। তিনি খুসরু বলিয়া ডাকিতেই খুসরু লে লোকটাকে शबि ७ीब १ास्त्ररेण। ८न बाङिद्र भबोब्र चकङ, কেবল ভয়ে সে ঠক্ ঠক্‌ করিয়া কঁাপিতেছিল। নগীর খাঁর আদেশ-মত ভূত্যের সে লোকটাকে টানিয়া তুলিয়া তাহার বস্ত্রের মধ্যে এক টুকরা কাগজ খুজিয়া পাইল । ইহার পূৰ্ব্বে নলীর খাঁ মোটরের লোকেদের কাছে এক খণ্ড কাগজ পাইয়াছিলেন । সেখান তাহার পকেটে ছিল । সেখানা বাহির করিয়া দ্বিতীয় কাগজের সহিত মিলাইয়া দেখিলেন স্থখানিই এক রকম, তাহাতে শুধু লেখা আছে, এই কাগজ আর মাল জানিলে প্রতিশ্রত পুরস্কার পাইবে । नगैौब्र थे। कांग्रं८छ cनथ निकमब्र थांझटक দেখাইলেন। লিকদের শাহ পড়িয়া বলিলেন, ইহা छन| कक्ष] । নসীর খাঁ চাকরদের বলিলেন, এই লোকটাকে আমার বসিবার ঘরে লইয়া আইস । ननौब्र थे। e निकमब्र चांश् ब्रन्खध८क ग८क कब्रिञ्च বৈঠকখানা ঘরে আসিলেন। যে লোকটা ধরা পড়িয়াছিল उांश८क जहेब्रा जागि८ण श्रृंब्र ननौब्र थे। छूठानिग्रहक কহিলেন, তোমরা যাও ইহাকে আমি বন্ধ করিয়া রাখিব । Še ভূত্যের বাহির হইয়া গেলে পর নসীর খা দরজা বন্ধ করিলেন। ঘরের সব কয়টা আলো জলিতেছিল। मनौब्र,थे। ७ निकनब्र *ांश् *ांथां★ांचेि बगिटजन, झखय নলীর খার পায়ের কাছে বসিল। হাতের পিস্তল দুইটা নদীর খ নিজের পাশে রাখিলেন। ষে লোকটা ধৃত হইয়াছিল সে র্তাহাজের সম্মুখে দাড়াইয়াছিল। এ পৰ্য্যভ তাহার কোন শাস্তি হয় নাই দেখিয়া তাহার সাহস ফিরিয়া আসিতেছিল। নলীর খাঁ জিজ্ঞাসা করিলেন, তুমি কে ? —আমি চোর, দেখিতেই পাইতেছেন। চোরের কাছে কি পিস্তল থাকে ? —পিস্তল থাকিতে আত্মরক্ষা করিতে পারিলে না কেন, এত সহজে ধরা পড়িলে কেন ? চোরের মুখ শুকাইল। কছিল, বিপদ জানিলে আত্মরক্ষা করিতে পারা যায়। আমি কুকুর দেখি নাই, কুকুরের ডাকও শুনি নাই, হঠাৎ আমার ঘাড়ে ও পিঠে যেন একটা প্রকাও পাথর পড়িল, পিস্তল কোথায় পড়িয়া গেল, আমি পড়িয়া গিয়া উঠিবার চেষ্টা করিতেছি এমন সময় বাঘের মত একটা কুকুর আমাকে চাপিয়া ধরিল ৷ নগীর খাঁ অল্প হাসিলেন, সে হাসি দেখিয়া-চোরের ভয় হইল। নসীর খ। বলিলেন, আমি একবার ইসারা করিলেই কুকুরে তোমার টুটি ছিড়িয়া খাইত, জান ? চোর বারকতক ঢোক গিলিয়া বলিল, হজুর তা ত জানি । —এ বাড়ীতে ত চুরি করিবার কিছুই নাই, টাকাকড়ি আমি বাড়ীতে রাখি না, এখানে চুরি করিতে কেন আসিয়াছিলে ? g -किडू चां८झ किना ८कमन कब्रिबा बांनिय ? —তুমি কি চুরি করিতে আসিয়াছিলে, কে তোমাকে পাঠাইয়াছিল, আর এ কাগজে কাহার লেণা সত্য করিয়া বল । —আমার আর কিছু বলিবার নাই, আমি আর কিছু बलिद नां । —বটে ? কুকুর দিয়া খাওয়াইলে বলিবে ? ক্লস্তম! রুস্তম উঠিয়া দাড়াইয়া চোরের দিকে চাহিয়া লাফাইবার উপক্রম করিল। cछात्र खरब अश्ब्रि इहेब बनिग, इक्ब, इक्ब, चांबि সকল কথা বলিতেছি, কুকুর লেলাইয়া দিবেন না। নলীর খাঁ হাত নাড়িতেই রুস্তম আবার বসিল। নসীর খ! চোরকে বলিলেন, আমার কথার উত্তর দাও । শু —আমি মোহর আর কাগজ চুরি করিতে আসিয়াছিলাম। এ কাগজে কাহার লেখা আমি জানি না। যে আমাকে এখানে আলিতে বলিয়াছিল তাহাকে আমি চিনি না। আমাকে পঞ্চাশ টাকা দিয়া বলিয়াছিল জিনিষ জানিতে পারিলে আরও পাঁচশো টাকা পাইবে ।