পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sa e e প্রবাসী-অগ্রহায়ণ, ১৩৩৬ [ २s* छां★, २ग्न थ७ আদেশক্রমে কুকুর চারিটাকে খুলিয়া দিল। রুস্তম একেবারে সিকন্দর শাহের নিকট লাফাইয়া আসিল, আর কয়েকটা কুকুর অপর লোক দেখিয়া একবার থমকিয়া দাড়াইল, আবার নদীর খার ইঙ্গিতে ধীরে ধীরে উাহার নিকট আসিল । স্বলেমান শাহু কুকুরগুলিকে উত্তমরূপে দেখিয়া · বলিলেন, এই জাতের কুকুর এ দেশে বড়-একটা দেখিতে পাওয়া যায় না। অনেক দিন পূৰ্ব্বে জামি দেখিয়াছিলাম। এমন বলবান কুকুর কখন দেখি নাই। তোমার এই চারিটা কুকুর দশজন প্রহরীর সমান। ইহাদের আর একটা বড় গুণ, বড়-একটা ডাকে না, চোর কিংবা অপর লোক দেখিলে নিঃশব্দে আক্রমণ করে, কিন্তু যাহাকে ধরে তাহার রক্ষা নাই। নদীর শ্ৰী কহিলেন, আমি ইহাদিগকে শিখাইয়াছি সহজে কাহাকেও প্রাণে মারে না, ফেলিয়া দিয়া চাপিয়া ধরে। সে রায়েও তাঁহাই করিয়াছিল,তবে যদি কোনো ধ্যক্তি আমাকে কিংবা এ বাড়ীর কাহাকেও আক্রমণ করে তাহাকে দেখিতে পাইলে মারিয়া ফেলিতে পারে। স্থলেমান শাহ বাগানে, নদীর ধারে ভ্রমণ করিতে লাগিলেন, আর সকলে তাহার পশ্চাতে। একবার মোটরবোট দেখিলেন, নসীর র্থ জিজ্ঞাসা করায় বলিলেন, নৌকায় আর একদিন বেড়াইতে যাইবেন, আজ নয়। কথা কহিতে কহিতে স্বলেমান শাহ, সিকন্দর শাহ, বংশীলাল ও নসীর খাঁ কিছু অগ্রসর হইয়া গেলেন, আর সকলে পিছনে পড়িল । স্থলেমান শাহ বলিলেন, আর অধিক সময় নাই, শত্রু প্ৰাণপণে ঐ জিনিষগুলির সন্ধান করিতেছে, যদি না পায় তাহা হইলে হয়ত ক্রোধান্ধ হইয়া আমাদিগকে হত্যা করিবার চেষ্টা করিবে। আমি ८डांधांनिश८क बलेिब्रांछ् िचांभांब्र दिादांन शङनिन उठांझांब्रा ঐ তিনটি সামগ্রী না পায় ততদিন আমাদের প্রাণের चांनंका नाहे, किरू शनि निकिडे अषञ्च चर्डौङ ङ्हेब्बां शांब्र जांब्र ठांशtनब्र चष्ट्रणकांन निशज झछ खांश इहे८ण ब्रांजा छ उठांश८मब्र ह्हे८दहे न, किरू चांभांनिंगएक हठा कब्रिहण তাছাদের ক্রোধের উপশম হুইবে । নলীর খা বলিলেন, এই তিনটি প্রমাণ লইয়া আপনিই কেন মোবারক শাহের নিকট ধান না ? —তাহা হইলে পথে আমাদিগকে নিঃসন্দেহ মারিয়া ফেলিবে। যদি কোনোরূপে আমরা মোবারক শাহের निक बांश्लेष्ठ श्रांब्रि डांश इहेद्दलहे बा कि हड्रेट्ब ? शनि র্তাহার নিকট সৈন্যবল প্রার্থনা করি তিনি হাসিয়া উড়াইয়া দিবেন, বলিৰেন, তোমার রাজ্য ভূমি রক্ষা করিতে পার না ? এই কয়দিন বলপ্রকাশের কোনো ८कहे झग्न नाझे वर्क, किरू जांभब्रां uकण७७ निकिख झंझेही থাকিতে পারি না। প্রতিদিন তাহারা নূতন নূতন উপায় উদ্ভাবন করিতেছে। আপাততঃ সকল চেষ্টা গোপনে হইতেছে, প্রকাশ্যরূপে বল প্রকাশ করিবে না । কতক লোক আমাদের বিপক্ষে হইলেও অনেকে আমাদের স্বপক্ষে, স্বতরাং অনেক লোকবল লইয়া এখন আমাদিগকে আক্রমণ করিবে না। অনেকবার অন্বেষণ করিয়া কিছু পায় নাই। তোমাদের দুইজনের বাড়ীতে খুজিবার চেষ্টা করিয়া ঠকিয়াছে। এখন কি করিবে ? বংশীলাল বলিলেন, তাহাই যদি জানা যাইবে তাহা হইলে এত আশঙ্কা থাকিবে কেন ? বিপদ ঘদি পূৰ্ব্বে জানিতে পারা যায় তাহা হইলে উদ্ধার হইবার উপায় করা যায়, কিন্তু আমরা ত কিছু জানিতে পারিতেছি না, স্বতরাং সৰ্ব্বদা সাবধান থাকা ছাড়া আমরা কি করিতে পারি ? নলীর খাঁ বলিলেন, আমাদের পক্ষ হইতে কয়েকজন বিশ্বস্ত ব্যক্তি চেষ্টা করিতেছেন যাহাতে শক্রপক্ষের প্রধান লোকেরা আমাদের পক্ষ অবলম্বন করে । তাঁহাদের চেষ্টা সফল হইলে আর বিশেষ আশঙ্কা থাকিবে না । তবে এই সময় আমাদিগকে অত্যন্ত সতর্ক থাকিতে হইবে, কারণ দিন-কয়েকের মধ্যে একটা কিছু ঘটিবার সম্ভাবনা। এইরূপ কথা কহিতে কহিতে র্তাহারা বাড়ীতে ফিরিয়া আসিলেন। . তখন ঘোর ঘোর হুইয়া আসিয়াছে। নসীর র্থ স্থলেমান শাহকে বলিবার ঘরে লইয়া গেলেন। সঙ্গে যাহারা জালিয়াছিল তাহার। আর একটা ঘরে বসিল । সিকন্দর শাহ কিছুক্ষণ তাহাদের সহিত কথাবার্তা কছিলেন, তাহার পর এ-ধর ও-ম্বর করিয়া ঘুরিতে