পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨૦ প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৪৬ [ ২৯শ ভাগ, ২য় খণ্ড -

এমন কি-বিলাতে রামমোহনের সমাধিকালে ধাহারা উপস্থিত ছিলেন, তাহাদের স্বাক্ষরযুক্ত একটি তালিকার প্রতিলিপিতেও শেষোক্ত তিনটি নামই পাওয়া যায় ॥৫ তাহা ইষ্টলে রামচরি দাস ও রাজারাম নামের পরিবর্তে --్ళ": - ‘: রামরত্ন মুখোপাধ্যায় আমরা সরকারী অনুমতি-পত্রে পাইতেছি হরিচরণ দাস ও শেখ বক্স্কর নাম। এই গরমিলের কারণ কি ? বিনা অকুমতি-পত্রে জাহাজে বিদেশ যাইবার উপায় নাই। সরকারী অনুমতি-পত্রে উপযুপরি দুই-দুইটি নামের ভুল থাকা সম্ভব নয়। তবে রামমোহন কি হরিচরণ দাস ও শেখ বকুস্থর নামে অনুমতি-পত্ৰ লইয়া রামহরি দাস ও রাজারামকে বিলাত লইয়া গিয়াছিলেন ? এরূপ মিথ্যার আশ্রয় লইবার কারণ অথবা সম্ভাবনাই বা কি ? বিলাত যাইবার সময়, দিল্লীশ্বরের ব্যাপার লইয়া রামমোহনের সহিত বাংলা-সরকারের পত্রের যে আদানপ্রদান হইয়াছিল তাহা পাঠে ধারণ হয়, সরকারের নিকট হইতে বিলাত যাইবার অনুমতি-পত্র মিলিবে

  • --- مہیا ہے، ہم موسم ھم

কি না, এ বিষয়ে রামমোহেনের মনে সন্দেহের যথেষ্ট কারণ ছিল। ৭ এ অবস্থায় তিনি সরকারের চক্ষে ধূলি দিবার জন্য অপরের নামে আহুমতি-পত্ৰ লইয় নিজে বিলাত যাইতে পারিতেন, কিন্তু তাছা না করিয়া নিক্সের সঙ্গী-ডিনজনের মধ্যে দুইজনকে মিথ্যা নামে অভিহিত করিয়া, বিলাত লইয়া যাইবেন কেন ? ধরা পড়িলে সাঙ্গ যাহাই হউক, তাছার বহুদিনপুষ্ট বিলাত-যাত্রার অভিলাষ যে ব্যর্থ হুইত, তাহা ঠিক । এরূপ প্রতারণা ও নিৰ্ব্বদ্ধিতার কাজ করিবার পাত্র রামমোহন ছিলেন না । তবে হরিচরণ দাস ও শেখ বকৃস্থই কি রামহরি দাস ও রাজারামের নামান্তর ? কিন্তু র্ত্যহাদের নামের এরূপ পরিবর্তন হইল কেমন করিয়া ? - যদি কেহ বলেন,—শেখ বকৃস্থ ও রাজারাম একই লোক নয় ; এদেশ হইতে জাহাজ ছাড়িবার পূৰ্ব্বে কোন কারণে শেখ বকৃস্থর যাওয়া হয় নাই, তাহার জায়গায় রামমোহন রাজারামকে লইয়া গিয়াছিলেন,—তাহা হইলে এরূপ যুক্তি বা অনুমান মানিয়া লইবার পক্ষে বাধা श्रांटछ । ८ञ्चनिन छांशंछ क्लांटए टैिंक ८मट्टैनिनड़े রামমোহনের সঙ্গীদের—রামরতন, হরিচরণ ও শেখ বকৃস্থকে জাহাজে যাত্রী হুইবার অনুমতি-পত্র দেওয়া হয় ; পুনরায় সেইদিনই আবার শেপ বকৃস্থর নাম বাতিল করিয়া রাজারামের যাত্রা হইবার কথা-মানিয়া, লণ্ডয়া কতটা সঙ্গত হুইবে জানি না। এমন কি মানিয়া লইলেও আর-একটি গোল উঠিতেছে। বিলাত-যাত্রার জন্ম শেখ বকৃস্থর নামে অনুমতি-পত্র লওয়া হইয়াছিল ; তাহার বদলে রাজারাম গিয়া থাকিলে, অন্তান্ত ক্ষেত্রের ন্যায়, সরকারী দপ্তরখানায় তাহারও কোন-না-কোন প্রমাণ থাৰিত। কিন্তু সেরূপ প্রমাণ পাওয়া ষায় নাই। বালক রাজারাম যে অপর কাহারও সহিত রামমোহনের পূৰ্ব্বে বিলাত গিয়া থাকিবে—একথাও মানা চলে না । রামমোহনের কোন জীবন-চরিতে বা সরকারী কাগজপত্রে তাহার উল্লেখ নাই ।

  • Mary Carpenter's The Last Days in England of the Rajah Hammohun Roy, (2ud ed.), p. 劉

f oscow asso Iammolun Roy's Mission t England, (1926), pp. 20-21.