পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Նա প্র সীি-কাৰ্ত্তিক, ১৩৩৬ থাকিতে অস্বীকার করিলেন ; তখন শিবাজী রাগিয়া তাহাকে খুব ধমকাইলেন এবং নজরবন্দী করিয়া রাগিলেন । ব্যঙ্কাজী দেখিলেন, ধন-সম্পত্তি সব সপিয়া না দিলে মুক্তি পাওয়| দুরূহ। কিন্তু তিনি শিবাজীরই ভাই বটে ; গোপনে জোগাড়যন্ত্র ঠিক করিয়া এক রাত্রে শেীচের ভাণ করিয়া নদীতীরে এক নির্জন স্থানে গেলেন। সেখানে তাহার পাঁচজন অনুচর একটি ভেলা লইয়া প্রস্তুত ছিল । ব্যঙ্কাজী তাহাতে লাফাইয়া উঠিয়া নদী श्रीब्र इङ्गेग्रा निछ ब्रांट्छा cनोछिटलन ( २७ खूलाड़े ) ! পরদিন প্রাতে এই সংবাদ পাইয়া শিবাজী মহা চটিয়া বলিলেন, “ও পলাইল কেন ? আমি কি উহাকে ধরিতে যাইতেছিলাম ?e** পলাইবার কথা নয়। আমি স্বাহ চাহিয়াছিলাম, দিবার ইচ্ছা না থাকিলে বলিলেই পারিত। অতি কনিষ্ঠ ত কনিষ্ঠ, বুদ্ধিও ছেলেমান্বষের মত দেখাইল ।” বাক্ষাজীর মন্ত্ৰীগণ প্রভূর খবর পাইয়া পলাইবার উদ্যোগ করিল, তাহদের ধরিয়া শিবাজীর কাছে আনা হুইল। কয়েকদিন আটক থাকিবার পর তিনি তাহাদের খালাস করিয়া খেলাৎ ও উপহার দিয়া তাঞ্ছোরে পাঠাষ্টয়া দিলেন ; নচেৎ এই নিষ্ফল নির্যাতনে তাহার নাম ভিন্ন কোনই লাভ হইত না । শিবাজী কোলেরুণের উত্তরে শাহজীর সমস্ত জাগীর নিজে "দখল করিলেন । ফরাসী-দূত জারমা সাহেব তিরুমলবাড়ীতে শিবাজীর শিবির দেখিয়া এই বর্ণনা লিগিয়। গিয়াছেন – “র্তাহার শিবিরে কোন রকম ধুমধাম নাই, ভারী মালপত্র বা স্ত্রীলোকের ঝঞ্ঝাট নাই। সমস্ত শিবিরে দুটি মাত্র তাম্বু, তfহাও আকারে ছোট এবং মোট সাধারণ কাপড়ে তৈয়ারি ; একটায় থাকেন শিবাজী, অপরটায় র্তাহাঁর পেশোয় । মারাঠা অশ্বারোহীদের মাসিক বেতন দশ টাকা করিয়া, এবং তাহাঁদের ঘোড় ও সইস রাজাই দেন। প্রতি দুইজন সৈন্তের জন্ত তিনটি করিয়া ঘোড়৷ রাখা হয়, এইজন্য তাহার খুব দ্রুত চলিতে পারে। শিবাজী গুপ্তচরদের মুক্তহস্তে টাকা দেন, আর তাহারা তাহাকে সত্য খবর দিয়া দেশজয়ে বিশেষ সহায়তা করে ।” ২৯শ ভাগ, ২য় খণ্ড ব্যক্ষাজীকে ফিরাইয়া আনিবার আশা নাই দেখিয়৷ শিবাজী ২৭এ জুলাই তিরুমলবাড়ী ছাড়িয়া আবার উত্তরে আসিলেন। পথে বলি-কণ্ড-পুরম্ চিদাম্বরম ও বৃদ্ধাচলম ( বিখ্যাত তীর্থ ছুটি ) দর্শন করিয়া ক্রমে ৩রা অক্টোবর মাদ্রাজ হইতে দুই দিনের পথে আসিয়া উপস্থিত হইলেন । ইতিমধ্যে আরণি প্রভৃতি অনেক দুর্গ তাহার হাতে পড়িল । এখন তিনি খবর পাইলেন যে একমাস আগে আওরংজীবের হুকুমে মুঘল স্ববাদার বিজাপুর-রাজের সহিত জোট করিয়া গোলকুণ্ডা-রাজ্য আক্রমণ করিয়াছেন, কারণ কুতুব শাহ শিবাজীর মত বিদ্রোহীর সহিত মিত্রত করিয়াছেন । এদিকে শিবাজী ৪ দশমাস হুইল নিজ রাজ্য ছাডিয়া আসিয়াছেন, সেখানে কাজকৰ্ম্ম তত ভাল চলিতেছে না। সুতরাং তাহার দেশে ফেরাই স্থির হইল । নবেম্বরের প্রথম সপ্তাহে চারি হাজার অশ্বারোহী সঙ্গে লইয়। তিনি কর্ণাটকের সমভূমি ছাড়িয়া মহীশূরের অধিত্যকায় চড়িলেন, এবং সেখানে পিতার স্বাগীরের মহালগুলি দখল করিবার পর মহারাষ্ট্রে ফিরিলেন । তাহার অধিকাংশ সৈন্যই আপাততঃ কর্ণাটকে রহিল, কারণ সেই অঞ্চলে তিনি যে রাজ্য জয় করিয়াছিলেন তাহা অতীব বিস্তীর্ণ ও ধনশালী। ইহা দৈর্ঘ্যে ১৮০ মাইল, প্রস্থে ১২০ মাইল, এবং ইহার মধ্যে ৮৬টা দুর্গ ছিল । বাষিক খাজনা ৪৬ লক্ষ টাকার অধিক। এই নূতন রাজ্য জিঞ্চি ও বেলুরের জেলাগুলি লইয়া গঠিত। ইহার সদর অফিস জিঞ্জি-দুর্গে। শাহজীর দাসীপুত্র শান্তাজীকে ইহার শাসনকৰ্ত্তা, রঘুনাথ হহ্লমস্তেকে দেওয়ান এবং হাম্বির রাও মোহিতেকে সেনাপতি নিযুক্ত করিয়া শিবাজী চলিয়া গেলেন। রঙ্গে নারায়ণ মহীশূরের অত্যিকায় বিজিত মহালগুলির শাসনকৰ্ত্ত হইলেন। ইতিমধ্যে ব্যঙ্কাজী কর্ণাটকে পিতার জাগীর উদ্ধার করিবার জন্ত চারিদিকে যড়যন্ত্র করিতে লাগিলেন, কিন্তু কিছুই করিয়া উঠিতে পারিলেন না। অবশেষে ১৬ই নবেম্বর ১৬৭৭ তিনি কোলেরণ পার হইয়া চোঁদ হাজার সৈন্তসহ শাস্তাজীর বারো হাজার সেনাকে আক্রমণ করিলেন। সারাদিন যুদ্ধের পর শাস্তাজী হার