পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্য ] মহিলা-সংবাদ ২৬৭ যান। লওনে প্রায় এক বৎসর কাল থাকিয়া শিক্ষ+ প্রণালী বিষয়ে ডিপ্লোম পাইয়া তিনি দেশে ফিরিয়া খ্ৰীমতী স্থপ্রভা রায় আসিয়াছেন । বালক বালিকাদের শিক্ষা-বিষয়ে অনেক উচ্চ আদর্শ তাহার মনে বন্ধমূল হইয়াছে। শ্ৰীমতী রাজবালা দেবী পুরুলিয়ার “তরুণশক্তি” পত্রিকার সম্পাদিক ও মানভূম জেলার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামের কম্মিসংসদ ও আশ্রমের পরিচালিকা। গত জ্যৈষ্ঠমাসে এই আশ্রমের প্রতিষ্ঠাতা রাজনৈতিক অপরাধে ھ---عمدہ ہتھیتی ملے ہمہ --عہ یم দণ্ডিত হন। তিনি জেলে যাইবার পূৰ্ব্বে ইহার উপর আশ্রম ও অন্যান্ত কাৰ্য্যের ভার সমর্পণ করিয়া যান। সেইসময় হইতে রাজবালা দেবীকে রামচন্দ্রপুর গ্রামের বালিকাবিদ্যালয় ও নৈশবিদ্যালয় পরিচালনা, তরুণশক্তি পত্রিকার टैंभ ?ौ द्वt ऊ९tगाँ५फ़्री সম্পাদন, গ্রামের মেয়েদিগকে স্বচীকার্য্য শিক্ষা দেওয়া ও আশ্রমের অন্যান্য সকল কাজ করিতে হইতেছে। এই সঙ্কল কাজ তfহাকে অত্যস্ত আর্থিক অনাটনের মধ্যে চালাইতে হইতেছে । একজন সহৃদয় ভদ্রলোক তরুণশক্তি’র ব্যয়ভার গ্রহণ করিয়াছেন। কিন্তু এতদ্ব্যতীত আশ্রমের সমুদয় ব্যয় ও নিজের ভরণপোষণ র্তাহাকে শিল্পকায্যের দ্বারা অতি কষ্টে নিৰ্ব্বাহ করিতে হয় । তাহার স্ব গ্রামবাসীরা এবিষয়ে তাহাকে সাহায্য এবং সহানুভূতি করা দূরে থাকুক ভয়ে দূরে সরিয়াই থাকে। এই অবস্থায় রাজবালা দেবী যে নিভীকভাবে এই সকল কাজ চালাইতেছেন ইহা অতশয় প্রশংসার বিষয় এবং সকলেরই অনুকরণীয়।