পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] গিয়া সেখানে তিন সপ্তাহ কাটাহলেন । এই সময় শক্রর জাকুমণ হইতে রক্ষা পাইবার জন্য পনহালাতে আরও ৭•টি কামান আনিয়া বসাইয়া তাহাকে দুর্তেদা আশ্রয়স্থলে পরিণত করিলেন। শম্ভুজী পনহালাতে ফিরিয়া আসায় ( ৪ঠা ডিসেম্বর ), শিবাজী স্বয়ং সেই দুর্গে জানুয়ারির প্রথমে গেলেন । নবেম্বরের শেষ সপ্তাহে একদল মারাঠা সৈন্য খাদেশে ঢুকিয়া ধরণগাণ্ড, চোপরা প্রভৃতি বড় বড় বাজার লুঠিয়াছিল। জ্যেষ্ঠপুত্রের চরিত্র ও বুদ্ধির কথা ভাবিয়া শিবাজী নিজ রাজ্য ও বংশের ভবিষ্যৎ সম্বন্ধে হতাশ হইলেন। প্তাহার নানা উপদেশ ও মিষ্ট কথায় কোন ফল হইল না । শিবাজী পুত্রকে নিজের বিশাল রাজ্যের সমস্ত মহাল দুর্গ ধনভাণ্ডার অশ্ব গজ ও সৈন্যদলের তালিকা দেখাইলেন এবং সৎ ও উচ্চমনী রাজা হইবার জন্য কত উপদেশ দিলেন। শভূজী পিতার কথা শুধু চুপ করিয়া শুনিয়া উত্তর দিলেন, “আপনার যাহা ইচ্ছ। তাহাই হউক।” শিবাজী স্পষ্টই বুঝিলেন তাহার মৃত্যুর পর শঙ্কুঞ্জীর হাতে মহারাষ্ট্র •" ، " ، ""، "" " ، " ، ،ъ * s S S AMS CAC 0S0 AMAMSMA AGS TCA 00C S 0SL MMAAASAA A LLAT SSS0SSS SS আসার আশে Ꮌ☾ AAAAAA AAAA AAAA MMAAA AAAA AAAA AAAAe SAAAAA AAAA AAAA AAAA AAAAeeAeACMSAAAAAA AAAA AAAASAAAAASAAMeeeSAAAAAS আসিয়াছে বুঝিয়, শিবাজী তাড়াতাড়ি কনিষ্ঠ পুত্ৰ দশ বৎসরের বালক ) রাজারামের উপবীত ও বিবাহ দিলেন ( ৭ই ও ১৫ই মার্চ )। ২৩এ মার্চ শিবাজীর জর ও রক্ত-আমাশয় দেখা দিল । বারো দিন পৰ্য্যন্ত পীড়ার কোন উপশম হইল না। ক্রমে সব আশ ফুরাইল। তিনিও নিজ দশ বুঝিয়া কৰ্ম্মচারীদের ডাকিয় শেষ উপদেশ দিলেন ; ক্ৰন্দনশীল আত্মীয়স্বজন, প্রজা ও সেবকদের বলিলেন, "জীবাত্মা অবিনশ্বর ; আমি যুগে যুগে আবার ধরায় আসিব।” তাহার পর চিরযাত্রার জন্ত প্রস্তুত হইয়া অস্তিমের সকল ক্রিয়া কৰ্ম্ম করাইলেন । অবশেষে চৈত্র পূর্ণিমার দিন । রবিবার, ৪ঠা এপ্রিল :৬৮e ) সকালে তাহার জ্ঞান লোপ হইল, তিনি খে৮ ঘুমাইয়া পড়িলেন। দ্বিপ্রহরে তাহ অনন্ত নিহঃ পরিণত হইল। মারাঠা জাতির নবজীবন-দাতা কৰ্ম্মক্ষে য় শূন্ত করিয়া বীরদের আকাক্ষিত অমরধামে চ ি রাজ্যের কি দশা হইবে। এই দুর্ভাবনা ও হতাশ তাহার গেলেন । তখন তাহার বয়স ৫৩ বৎসরের ছয় , আয়ু হ্রাস করিল। শম্ভুজীকে আবার পনহালা-দুর্গে " ছিল। বন্দী করিয়া রাখা হইল, এবং শিবাজী রায়গড়ে ফিরিয়৷ गयख cम* खछिङ, बङ्गांश्ङ झझेज । हिन्यूछ *न জাগিলেন (ফেব্রুয়ারি ১৬৮• )। তাহার দিন ফুরাইয়া আশা ডুবিল ।

  • игацыянаж

আসার আশে জীভূপেন্দ্রনাথ ঘোৰ ভোর, বলতে পারিস অাজকে সাঝে ও পারেতে পানের ক্ষেতে বন্ধু কি মোর আসবে না রে ; মুঠি মুঠি ছলিয়ে আলো বিদায়-পথের পথিক কি গে। কোন অলকার সোণার মেয়ে ফিরবে এক অস্তপারে ! সাঝের গোঠে ঘুম ছড়ালে ! উৰ্দ্ধে আকাশ, মধ্যে আলো, ও পার আলো এ পার ছায়। তার নীচে বন কালোয় কালে মপ্যে সাঝের সোণার মায়। ভুবনে কি রং ছড়াল মিলিয়ে দিল কায়ায় কায়৷ কে আজিকে দেখবে তারে । দিন রজনীর গেয়ার পারে। বিদায়-পথের পথিক কি গো ৰন্ধু কি মোর আসবে ন রে ? ফিরবে এক অস্তপারে ।