পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ AMAMA AC SSMMAMMMATAAA AAAA AAAA AAAA AAA AAAA AAAA AAAAA epígram–*Epigrams' «fwi *fèfòs è* কেন ? উদ্ভটটি মোটেই উদ্ভট বলিয়া বোধ হইল না । তবে এটি এক জীবন্ত রাজার [মহারাজ সার যতীন্দ্রমোহন ঠাকুর ] রচনা । উপাধিটি বদান্যতার মত বহু ছদ্ধতি ঢাকা দিতে পারে। অবশ্ব রাজেন্দ্রের (রাজেন্দ্রলাল মিত্র) প্রবন্ধ অতুলনীয়। সে যদি আরো খানিক লিখিত! ‘তামাকু'র সম্বন্ধে তোমার রঙ্গ-রচনাটিও চমৎকার। যেমন আরম্ভ করিয়াছ, সেইভাবেই চালাইও । বোধ হয়, তুমি আমার ‘বঙ্গদর্শন’ পাইতেছ। যদি তাই হয়, তবে তোমার কাগজের বিনিময়ে আর এক কপি করিয়া তোমাকে পাঠাইবার সম্ভবত প্রয়োজন নাই । তোমার পত্রিকায় আমার সামান্ত সামর্থ্যান্থযায়ী লেখা দিতে অঙ্গীকার করিয়াছিলাম, তাহ ভূলি নাই। আশা করি শারীরিক ও মানসিক কুশলে আছ । আন্তরিকভাবে তোমারই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহরমপুর সেপ্টেম্বর ৪, ১৮৭২ {2 छु, ৭. -র দিবার দীর্ঘ বিলম্ব ক্ষমা করিও । প্রথমে এটা গুগু: , রিয়া লেখা ফেলিয়। রাখিয়াছিলাম। তারপর ও ৭ দীর্ঘস্থায়ী দারুণ পীড়া । সম্প্রতি মাত্র সারিয়া ""ε:: ε ! fখ না হইলে এতদিনে তোমার পত্রিকায় আমার শক্তি-অনুযায়ী লেখা পাঠাইয়া প্রতিজ্ঞ রক্ষা X I বর্তমানে কোনরূপ মাথার কাজ নিষিদ্ধ, আমার নিজের পত্র সাময়িকভাবে এক বন্ধুর হাতে দিয়াছি। ভাল কথা, তোমার দ্বিতীয় সংখ্যা কি বাহির श्हेब्राप्छ ? cबोक्ष श्य-नग्न । बनि उहे झ्य, उाश्। হইলে দেখিতেছি তোমার সময়নিষ্ঠার একান্ত অভাব। অবশু, যথাসময়ে কাগজ বাহির করিবে কখনো এমন অঙ্গীকার তুমি কর নাই। তবু পিছাইয়া আছ। AMAAA AAAA AAAA AAAA AAAMM MMeeAAA AAAA ASASASA A ASeSeeeeA MeS [ ২৯শ ভাগ, ২য় খণ্ড সহায়োৎক্ষক নাগরিকতা বিষয়ে তোমার প্রশংসা পাইবার যোগ্য সত্যই আমি নই, অন্তত বহুদিন সে যোগ্যতা হারাইয়াছি। দেখিতেছি অপরাধ ক্ষম কর নাই। তবুও আশা করি—করিবে। observer তোমার প্রতি বিরূপ। যে হেতু observerএর বিরুদ্ধে অবলীলাক্রমে আত্মরক্ষা করিবার ক্ষমতা তোমার আছে, সে হেতু আমার বিবেচনায় ও বিষয়ে বেশী কিছু লিখিয়া শক্তিক্ষয় করিবার প্রয়োজন নাই। আমি Bengal কখনো পড়ি না । সে কি বলিয়াছে ? আশা করি সকলই কুশল । আন্তরিকভাবে তোমারই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় Times বছরমপুর সেপ্টেম্বর ২৭, ১৮-> প্রিয় শম্ভু, তোমার পত্রিকার দ্বিতীয় সংখ্যার প্রাপ্তিস্বীকার-পত্ৰ লিথিয়া উঠিতে পারি নাই। এই সংখ্যাগামি সত্যই চমৎকার। প্রায় সব প্রবন্ধই আমার ভাল লাগিয়াছে, বিশেষতঃ নদীয়-শীর্ষক [ পণ্ডিত মাধবচন্দ্ৰ শৰ্ম্ম৷ লিখিত ] প্রবন্ধটি । Genesis পঃই রাজেন্দ্রের লেখা, এটিও প্রথমশ্রেণীর রচনা। আমি পুনরায় পীড়িত Oviparous হইয়া পড়িয়াছিলাম। যথাপরিমাণ কাজ করিতে এখনো অক্ষম । ছুটির সময় শহরে থাকিবে কি ? আন্তরিকভাবে তোমারই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহরমপুর ૨...4 ક્રિtનઃ [str૧૨] প্রিয় শস্থ, সত্যই যে তুমি আমাকে আশ্চৰ্য্য করিয়া তুলিলে । আমার কাছে তুমি ঋণী না কি ? এ বড় শুভ আবিষ্কার । ভাবিয়াছিলাম, চিঠি-পত্র লেখার বিষয়ে আমিই বুঝি পিণ্ডাইয়া পড়িয়াছি। যখন স্বীকার করিয়া লইতেছ, এ তোমারই অন্যায়, তখন মনে করি, তোমায় একটি উপদেশ