পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা } ফাঙ্কনে $86 इब्रिाउब्रा नौबटण ८कांथांब नववधूब नाकशबिब यड পানকলস সেগুলার কুচ কুচা শাদা ফুল ফুটিয়া নদীজল আলো করিয়া রাখিয়াছে, মাঠের মাৰে উচু ভাঙায় কোথায় ঘেটুকুলের বন—এই সবের স্বপ্নে সে ভোর থাকে, মুক্ত আকাশ, মুক্ত মাঠ, গাছপালার জন্ত মন কেমন করে। গাছপালা না দেখিয়া বেশী দিন থাকা তার পক্ষে একেবারে অসম্ভব। মনে বেশী কষ্ট হইলে একখানা খাতায় সে বলিয়া বসিয়া স্বত রাজ্যের গাছের, লতাপাতার নাম লেখে এবং ষে ধরণের ভূমিষ্ট্রর জন্ত মনটা তৃষিত, তাহার একটা বর্ণনা भा?, बांबूलवन, नाना बनब श्राइ, नॉर्षौ छांटक, गकांणবিকালের রোদ-ফুল ---ফুলের সংখ্যা থাকে না। ঘন্টাछूहे णिषिzण ड८ब भटनब्र छुक चटनकषानि मिटछै, বোডিংএর ঘরটায় আবদ্ধ থাকিয়াও মনে মনে সে মানা অজানা মাঠে, বনে, নদীতীরে বেড়াইয়া আসে । ७कथांना दांक्षा थोडाई cन ७खांप्य निषिग्ना भूब्राहेबां ফেলিয়াছে । অপু বলিল—বলুক গে, খয়ে গেল, আর কখখনো কিছু দেখাচ্ছি নে। ওদের সঙ্গে এই আমার হয়ে গেল । দেবো আবার কখনে৷ ক্লাসের ট্রান্‌প্লেশন বলে— লেখে। তাহার মধ্যে নদী থাকে, নদীর পাশেই থাকে (ক্রমশ) ফাঙ্কনে ঐগিরিজাকুমার বসু এত কলি, এত মধু, এত গুঞ্জরণ অন্তহীন রিক্ততার হিমশীর্ণ হাতে এত কেন বিচিত্র বরণ আমার ছুয়ারে আজি আনিলে বল্লভ ! নিশিদিন নবীন পল্লব দক্ষিণের মৃদ্ধ ৰায়ে শিহরি সঞ্চরি এই মোর মুগ্ধ হিয়া ভরি এত কথা কেন কহে । হে প্রিয় আমার আনন্দের এত উপহার সহিতে ৰে পারে না পরাণ ; গেছ ভুলি কি ব্যথায় গেছে দিনগুলি ? সেই তীব্র বেদনার অন্ধকার টুটি’ - উঠে আজি চারিদিকে ফুটি একি জাভা, একি জ্যোতিঃ । উচ্ছ্বসিয়া বুক क्षणकि८छ् कि मश-बयूषं ! বসম্ভের কিরণ-সম্পাতে প্রাচুর্য্যের একি শুভ্র লীলা-শতদল দিলে জানি স্বধায় কোমল একেবারে এত স্বখ হানি হৃদিতলে so , ভাসাইলে কেন আঁখিজলে ? রাগ করিয়ো না, প্রিয় ! এতদিন পরে হে বাস্থিত, এলে তুমি ঘরে মোর তরে নিয়ে এলে করি আহরণ কত বেশ, কত আভরণ মরমের বীণাখানি যতনে সাধিয়া কত স্বরে জানিলে বাধিয়া নাহি মনে অপ্রশংস। তার ; সমারোহ চিত্তে মোর জাগায়ে না জোহু শুধু ভয়, পাছে গুরু নৈবেদ্যের ভারে হারাইয়া ফেলি দেবতারে ।