পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] সন্ধ্যা-মণি ԳՏԳ ভার গ্রহণ করিতে হইয়াছিল, স্বতরাং দূরদেশে পিতার कईहटल कtब्रकछै। ग्निन थांकिग्नः शाहेबांब्र शाशांग्रं शक्लेिख कनांछि९ । क्रूि ७शन ८नद८ब्रब्र विबोझ झहेब्रांtछ, cधछ-cदो কাজকর্শ্বও কিছু শিখিয়াছে, তাহার উপর সংসার ছাড়িয়া দিয়া একদিন স্থপ্রভাতে সে পিত্ৰালয়ে জাসিয়া দেখা দিল । মেয়েকে কাছে বসাইয়া মা বেশ খানিক আনন্দ দেখাইল, কিন্তু তাহার বুকের ভিতর চাপা বেদনাটি এখন তুফান তুলিতেছিল, এবং তাঁহারই প্রচও উচ্ছ্বাসে মুখের হাসিটি তাহার ষেন ফুৎকারে নিভিয়া গেল। cठां८ष वांछन निब cन क्रूभाहेबा क्रू*ाहेब्रा कॅलिग्न উঠিল—ওরে আমার কুমু রে— কুমুদিনী সব সহিতে পারে; কিন্তু পরের কাছে নিজেকে কৃপার পাত্র করিয়া তুলিতে সে একান্ত নারাজ। বিরক্তিভরে উঠিয়া দৃঢ়স্বরে কহিল,—খাম মা, আমি এখানে তোমার কান্না শুনতে আসি নি। অল্প বয়সের গৃহিণী—পৃহকৰ্শ্বে তাহার মন । কয়েক মাসের জন্ত আলিয়াছে লে, কিন্তু ছুদিনের মধ্যে এমন দক্ষতার সহিত কাজগুলি সব জট ছাড়াইয়া আপন হাতে গুছাইঃ তুলিল যে, এত বড় বিপৰ্য্যয়টি কাহারও চোখেও পড়িল না। মাকে কহিল,—ম, তোমার সংসারে যা চাই কেবল সেটি ছাড়া আর সবষ্ট আছে। কোনো জিনিষেরই কি একটা ব্যবস্থা আছে ছাই ! লবঙ্গ মুখ ভার করিয়া কহিল,-আমি কি করবো বাছ ? এ বাড়ীতে আমার কথা কি কেউ শোনে ? জার উনিও হয়েছেন এমন, একটি কথা কাউকে মুখ ফুটে বলবেন না। কুমুদিনী আমনি ঘাড় নাড়িয়া ব’লে,—আমি থাকৃতে লে হবে না মা। বাবার এই রোগ শরীর –গিলবার লোকের ত অভাব নেই। ওই যে ছেলেট বণ্ডার মত দেখতে, ছুবেলা ঘাড় গুণে বলে খেয়ে স্বাস্থ, ও কোন कई? क८ब्र उनि ? একটু অবজ্ঞার সহিত হাসিয়া লম্বঙ্গ বলিল,—শশীর কথা বলুচিল বুৰি । ও ঘাড়ের গোবর, কোনো কাজে লাগে না। কিছু করতে বললে হয়ত বলে বসবে, পারব না। वखङ आहे ८छ्रणग्लिएक बांग्लौब्र छिछब्र छाकाहेब्रl, २ieब्रांझेब्रा नब्राहेमl, *ब्रिबांब्रडूङ कब्रिदांब्र cछडे लवत्र 4धशcय दिशकॐ कब्लिझांझेिल ! किछ जब्रनेिन धrशृ; সে বুঝিল যে, ইহার গম্ভীর প্রকৃতির তলে ধে প্রবল স্বেচ্ছাশক্তির অন্তঃস্রোত শুধু নিজের উপর নির্ভর করিয়া বহিতেছিল, তাহার গতি শৃথগিত করিয়া ইচ্ছামত ঘুরানো-ফিরানো অঙ্কের পক্ষে একান্ত অসম্ভব । আসিয়া অবধি কাছারি-ঘরের একটি প্রাপ্ত সে অধিকার করিয়া আছে—যাহা খুসি করে, খসড়া স্কমার ফেলিয়া কপাটি খেলে, যেন বিশ্বসংসারে কাহারও কাছে তাছাক্ট কোনো কিছু জবাবদিহি করিবার নাই। এই উচ্চস্থল যুবক সম্বন্ধে কালীকিঙ্করের ভবিষ্যদ্বাণী এক-হিসাবে ফলিয়াছিল । দেখা গেল, সে ডাকাত হয় নাই বটে, কিন্তু ॐी छाउँौग्न चांद्ध uक िदिय८ग्न निकहरछ । निरजांशै মহালের প্রজা খাজনা বদ্ধ করিলে, নিশ্চিত ৰিপদকেও फेtशक कब्रिब्रा ७३ निउँौंक बाखि;ि वषन नृठ cडरजब्र গৌরবে বিদ্রোহ চুৰ্ণ করিয়া ফিরিয়া আসিত, তখন কালীকিঙ্করের মনের তাপ-যন্ত্রে তাছার প্রতি শ্রদ্ধার মাত্র শূন্তের দাগ ছাড়িয়া একেবারে কোথায় যে চড়িয়া বঃি - তাহার ঠিকানা ছিল না। বাড়ীর ভিতর রান্নাঘরে শশী আসিয়া আহার করি বসিয়াছে, রোজ যেমন বসে। কোনোদিকে জন্থে গ নাই—ভাতের পাহাড় ও স্থধের সাগর একনিঃশ্ব: ৭ শুষিয়া যেন অগস্ত্যকেও পরাস্ত করিতে চাহে । এ : সময় কুমুদিনী আসিয়া কহিল,- স্থাখো, আজ কিত্তিপু হাট । সেখানে যেতে হচ্ছে তোমায় সওদা কিনংে: ! যেন একটা হুকুম ! . . মুখ তুলিয়া শশী সৰৌতুক দৃষ্টিতে তাহার পানে छाश्ध्नि ब्रट्टिण । কুমুদিনী জ্বক্ষেপও করিল না। আঁচল হইতে খুলিয়া দুইটি টাকা বানাৎ করিয়া ফেলিয়া দিয়া কহিল,—এক কুড়ি मांसब्र माझ् । चांब्र-च्षांब्र गां श्रान्ड श्रब बअश् ि। জুরি মজার একটা খেলা পাইয়াছে ঠিক সেইভাবে **ौ tाक छूर्ध्नि कूफ़ांझेछ लहेब ७कठिं श८ङ ब्राभिग्नt অপরটি শূন্তে ছড়িতে লাগিল।