পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রশেখর rę. কু। সত্য কথা ত বলিয়াছি, তোমার কোন কষ্ট হইতেছে কি ন—তাই জানিবার জন্য । সাহেবদিগের ইচ্ছ, যত দিন আমরা ইংরেজের নৌকায় থাকি, সুখে স্বচ্ছন্দে থাকি ; জগদীশ্বর করুন, ইংরেজ আমাদের না ছাড়ে । দলনী কিল আরও উচ্চ করিয়া তুলিয়। বলিল, “জগদীশ্বর করুন, তুমি শীঘ্র মর ” কু। ইংরেজ ছাড়িলে, আমরা ফের নবাবের হাতে পড়িব । নবাব তোমাকে ক্ষমা করিলে করিতে পারেন, কিন্তু আমায় ক্ষম করিবেন না, ইহা নিশ্চিত বুঝিতে পারি। আমার এমন মন হয় যে, যদি কোথায় আশ্রয় পাই, তবে আর নবাবের হুজুরে হাজির হইব না । দলনী রাগ ত্যাগ করিয়া গদগদকণ্ঠে বলিল, “আমি অনন্তগতি । মরিতে হয়, তাহারই চরণে পতিত হইয়া মরিব ।” এ দিকে অমিয়ট আপনার আজ্ঞাধীন সিপাহীগণকে সজ্জিত হইতে বলিলেন । জনসন বলিলেন,— “এখানে আমরা তত বলবান নহি-রেসিডেন্সির নিকট নৌক লইয়া গেলে হয় না ?” আমিয়ট বলিলেন, “য়ে দিন একজন ইংরেজ দেশী লোকের ভয়ে পলাইবে, সেই দিন ভারতবর্ষে ইংরেজসাম্রাজ্যস্থাপনের আশ বিলুপ্ত হইবে । এখান হইতে নৌকা খুলিলেই মুসলমান বুঝিবে যে, আমরা ভয়ে পলাইলাম। দাড়াইয়া মরিব, সে ও ভাল, তথাপি ভয় পাইয়া পলাইব না ; কিন্তু ফষ্টর পীড়িত । শস্ত্র হস্তে মরিতে অক্ষম—অতএব তাহাকে রেসিডেন্সিতে যাইতে অনুমতি কর । তাহার নৌকায় বেগম ও দ্বিতীয় স্ত্রীলোকটিকে উঠাইয়। দাও এবং দুই জন সিপাই সঙ্গে দাও, বিবাদের স্থানে উহাদের থাক। অনাবশুক ।" সিপাহীগণ সজ্জিত হইলে, আমিয়টের আজ্ঞানুসারে নৌকার মধ্যে সকলে প্রচ্ছন্ন হইয়া বসিল । ঝাপের বেড়ার নৌকায় সহজেই ছিদ্র পাওয়া যায়, প্রত্যেক সিপাহী এক এক ছিদ্রের নিকটে বন্দুক লইয়া বসিল। আমিয়টের আজ্ঞানুসারে দলনী ও কুলসম্ ফক্টরের নৌকায় উঠিল। দুই জন সিপাহী সঙ্গে ফক্টরের নৌকা খুলিয়া গেল। দেখিয়া মহম্মদ তকির প্রহরীর তাহাকে সংবাদ দিতে গেল । এ সংবাদ শুনিয় এবং ইংরেজদিগের অসিবার সময় অতীত হইল দেখিয়া, মহম্মদ তকি ইংরেজদিগকে সঙ্গে লইয়া আসিবার জন্য দূত পাঠাইলেন । আমিয়ট উত্তর করিলেন যে, কারণ বশতঃ তাহার নৌকা হইতে উঠিতে অনিচ্ছুক। &S দূত নৌকা হইতে অবতরণ করিয়া কিছু দূরে আসিয়া একটা ফাক। আওয়াজ করিল । সেই শব্দের সঙ্গে তীর হইতে বন্দুকের দশ বারোটা শব্দ হইল । , অমিয়ট দেখিলেন, নৌকার উপর গুলী বর্ষণ হইতেছে এবং স্থানে স্থানে নৌকার ভিতরে গুলী প্রবেশ করিতেছে । তখন ইংরেজ সিপাহীরাও উত্তর দিল । উভয় পক্ষে উভয়কে লক্ষ্য করিয়া বন্দুক ছাড়াতে শব্দে হুলস্থল । পড়িল । কিন্তু উভয় পক্ষই প্রচ্ছন্নভাবে অবস্থিত। " মুসলমানের তীরস্থ গৃহাদির অন্তরালে লুক্কায়িত ; . ইংরেজ এবং তাহাদিগের সিপাহীগণ নৌকামধ্যে লুক্কা । য়িত। এরূপ যুদ্ধে বারুদ খরচ ভিন্ন অষ্ঠ ফলের আশু কোন সম্ভাবনা দেখা গেল ন । তখন মুসলমানের আশ্রয় ত্যাগ করিয়৷ তরবারি ও বর্শ হস্তে চাংকার করিয়া অমিয়টের নৌকাভিমুখে" ধাবিত হইল । দেখিয়া স্থিরপ্রতিজ্ঞ ইংরেজের ভীত হইল না । স্থিরচিত্তে নৌকামধ্য হইতে দ্রুতাবতারণ-প্রবৃত্ত মুসলমানদিগকে লক্ষ্য করিয়া আমিয়ট, গল্‌ষ্টন ও জনসন স্বহস্তে বন্দুক লইয়া অব্যর্থ সন্ধানে প্রতিবারে এক এক জনে এক এক জন ষবনকে বালুকাশারী করিতে লাগিলেন । কিন্তু যেরূপ তরঙ্গের উপর তরঙ্গ বিক্ষিপ্ত হয়, সেইরূপ যবনশ্রেণীর উপর ষবনশ্রেণী নামিতে লাগিল । তখন অমিয়ট বলিলেন, “আর আমাদিগেব রক্ষার কোন উপায় নাই । আইস, আমরা বিধৰ্ম্মী নিপাত । করিতে করিতে প্রাণত্যাগ করি ।” ততক্ষণে মুসলমানের। গিয়া আমিয়টের নৌকায় উঠিল । তিন জন ইংরেজ এক হইয়া এককালীন আওয়াজ করিলেন । ত্রিশূল বিভিন্নের স্তায় নৌকারূঢ় যবনশ্রেণী ছিন্নভিন্ন হইয়। নৌকা হইতে জলে পড়িল । আরও মুসললান নৌকার উপর উঠিল । আরও কতকগুল মুসলমান মুদগরাদি লইয়। নৌকার তলে আঘাত করিতে লাগিল। নৌকার তলদেশ ভগ্ন হইয়া যাওয়ায় কলকল শব্দে তরণী জলপূর্ণ হইতে লাগিল । অমিয়ট সঙ্গীদিগকে বলিলেন, “গোমেষাদির দ্যায় জলে ডুবিয়া মরিব কেন ? বাহিরে আইস ; বীরের দ্যায় অস্ত্রহস্তে মরি।" তখন তরবারি হস্তে তিন জন ইংরেজ অকুতোভষ্ট্রে সেই অগণিত ষবনগণের সম্মুখে আসিয়া দাড়াইল । এক জন যবন আমিয়টকে সেলাম করিয়া বলিল, “কেন মরিবেন ? আমাদিগের সঙ্গে আমুল ।”