পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sb গুরুগন গ। বলিলেন, “আজি অনেক দিনের পর তোমাকে দেখিয় বড় আহলাদিত হইলাম । তুমি নবাবের অন্তঃপুরে প্রবেশ করা অবধি আর তোমাকে দেখি নাই। কিন্তু তুমি এ দুঃসাহসিক কাজ কেন করিলে ?” দলনী বলিল, “দুঃসাহসিক কিসে ?" গুরুগন খাঁ কহিল, “তুমি নবাবের বেগম হইয় রাত্রে গোপনে একাকিনী চুরি করিয়া আমার নিকট ত্বাসিয়াছ, ইহা নবাব জানিতে পারিলে তোমাকে আমাকে দুই জনকেই বধ করিবেন " দ। যদি তিনি জানিতেই পারেন, তখন তাপনাতে আমাতে যে সম্বন্ধ, তাহা প্রকাশ করিব, তাহ| হইলে রাগ করিবার আর কোন কারণ থাকিবে না। । গুরু। তুমি বালিকা, তাই এমন ভরসা করি৩েছ । এত দিন আমরা এ সম্বন্ধ প্রকাশ করি নাই । তুমি যে আমাকে চেন বা আমি যে তোমাকে চিনি, এ কথা এ পর্যন্ত কেহই প্রকাশ করি নাই-- এখন বিপদে পড়িয়া প্রকাশ করিলে কে বিশ্বাস করিবে ? বলিবে, এ কেবল বঁাচিবীর উপায় ! তুমি আসিয়। ভাল কর নাই । দ। নবাব জানিবার সম্ভাবন। কি ? পাহার। ওয়াল সকল আপনার অজ্ঞাকারী---আপনার প্রদত্ত নিদর্শন দেখিয়া তাহার। আমাকে ছাড়িয় দিয়ছে । একটি কথা চিজ্ঞাস করিতে আমি ভাসিয়াছি – ইংরেজের সঙ্গে যুদ্ধ হইবে, এ কথা কি সত্য ? গুরু। এ কথা কি তুমি ভুগে বসিয়! শুনিতে পা ও না ? দ। পাই, কেল্লার মপে। রাষ্ট মে, ইংরেজের সঙ্গে নিশ্চিত যুদ্ধ উপস্থিত এবং আপনিষ্ট এই সদ্ধ উপস্থিত করিয়াছেন । -কেন ? গুরু । তুমি বালিকা, তাঙ্গ কি প্রকারে বৃঝিবে ? দ। আমি বালিকার মত কথা কহিতেছি, ম{ বালিকার দ্যায় কাজ করিয়া থাকি ? আমাকে যেখানে আত্মসহায়স্বরূপ নবাবের অন্তঃপুরে স্থাপন করিয়াছেন, সেখালে বালিক। বলিয়া সগ্ৰাহা করিলে কি হইবে ? গুরু হউক, ইংরেজের সঙ্গে যুদ্ধে তোমার আমার ক্ষতি কি ? হয় হউক না ! দ। আপনার। কি জয়া হইতে পারিবেন ? গুরু। আমাদের জয়েরই সম্ভাবন । দ। এ পর্য্যন্ত ইংরেজকে কে জিতিয়াছে ? গুরু। ইংরেজবা কয় জন গুরুগন পার সঙ্গে বুদ্ধ করিয়াছে ? বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী দ । সেরাজউদৌল ভাহাই মনে করিয়াছিলেন । যাক-আমি স্ত্রীলোক, আমার মন যাহা বুঝে, আমি তাই বিশ্বাস করি । আমার মনে হইতেছে যে, কোনমতেই আমরা ইংরেজের সঙ্গে যুদ্ধ করিয়া জী হইব না। এ যুদ্ধে আমাদের সৰ্ব্বনাশ হইবে । অতএব আমি মিনতি করিতে আসিয়াছি, আপনি এ সদ্ধে প্রবৃত্তি দিবেন না । গুৰু । এ সকল কৰ্ম্মে তাগ্রাঙ্কা । দ । “তামার পরামর্শ গ্রাহা করিতে হুইবে । আমার আপনি রক্ষা করুন । আমি চারিদিক্‌ অন্ধকার দেখিতেছি ।" বলিয়া দলনী রোদন করিতে লাগিল । গুরুগন খ! বিস্থিত হইলেন : পলিলেন, “তুমি কদ কেন ? না । মীর কাসেম সিংহাসনচ্যুত গুইলেন, আমি তোমাকে সঙ্গে করিয়৷ দশ লষ্টয়৷ সাহ’ব স্ত্রীলোকের পরামর্শ ক্রোপে দলনীর চক্ষু আলির উঠিল । সক্রোধে তিনি বললেন, “তুমি কি স্ট্রি - গ্ৰেছ নে মীর ক’স্মে স্ব স্ট্রম : গুর্গম্ খ, কিঞ্চি; দ:ি . কিঞ্চিং লাপ্রতিভ geBS BBBDSYBB JJ BBB SSS BB BB ক র ন!:ক ন! : এক স্বাৰ্মা গেলে আ! 경江 o ই": {:প । আমির ভরসা আছে, তুমি এক দিন ভারতবর্সের দ্বিতীয় প্রজাহান হইবে ।" দলনা ক্রোপে কম্পিন্ত শুষ্টয়; গ’লোথান করিয়৷ উঠিল ; গলদত নিরুদ্ধ করিয়া, লোচনসুগল বিস্ফারিত করিয়া, কুঁদিতে কঁাদিতে বলতে লাগিল, “তুমি নিপ শু স; গু ! অশুভক্ষণে আমি তোমার ভগিনী কৃষ্ট । জন্মগ্রহণ করির ছিলাম--অশুভক্ষণে আমি তোমার সহায় তার প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলাম । স্বালোকের পে স্নেহ, দর, পৰ্ম্ম আছে, তাহা তুমি জান না ; মদি তুমি এই যুদ্ধের পরামর্শ হইতে নিরন্ত হও, ভলিষ্ট, নহিলে আজি হইতে তোমার সঙ্গে আমার সম্বন্ধ নষ্ট । সম্বন্ধ নাই কেন ? আজি কষ্টতে তোমার সঙ্গে আমার শত্রু-সম্বন্ধ । আমি জানিব যে, তুমিই আমার পরম শত্র । তুমিও জানিও, আমি তোমার পরম শত্র । এই রাজাস্তঃপুরে আমি তোমার পরম শত্রু রহিলাম।” এই বলিয়। দলনী বেগম বেগে পুরী হইতে বহির্গত হইয়া গেলেন । দলনী বাহির হইলে ওর্গন থ। চিন্তা করিতে লাগিলেন । বুঝিলেন যে, দলনী তার এক্ষণে র্তাহার