পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X e 8 বঙ্গের জাতীয় ইতিহাস [ বৈশু-কী গু। অশোকাবদীন হইতে তাহীর আভাস দিয়াছি। অশোকের অমুশাসন ও মহাবংশ প্রভূতি বৌদ্ধ গ্রস্থে লিখিত আছে যে রাজ্যলাভের পর চারি বর্ষ পর্য্যন্ত র্তাহার অভিষেকক্রিয় সম্পন্ন হয় নাই । অধিক সস্তব, এই কয়বর্ষ তাহাকে আত্মীয় স্বজনের সহিত যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকিতে হইয়াছিল, মুদ্রারাক্ষসকার সেই দূরশ্রত রাজনৈতিক বিপ্লবের কথঞ্চিৎ আভাস দিয়া গিয়াছেন । গৃহশত্রু ও বাহশক্র সকল সমূলে বিনাশ ও সিংহাসন নিরাপদ করিয়া ৫ম বর্ষে অশোক অভিষিক্ত হইয়াছিলেন এবং সেই অভিষেকবর্ষ হইতে র্তাহার রাজ্যাঙ্ক গণিত হইতে থাকে . পূর্বেই লিখিয়াছি, স্বপ্রাচীন বহু জৈন ও বৌদ্ধগ্রন্থে ১ম চন্দ্রগুপ্তের সবিস্তার পরিচয় থাকিলেও কোথাও তিনি ‘ৰুমূল বা শূদ্র বলির পরিচিত হন নাই। এমন কি তাহার জন্য যে ‘অর্থশাস্ত্র রচিত হইয়াছে, তাহাতে চন্দ্রগুপ্তের বৃষগত্বের কোন আভাস পাওয়া যায় না, বরং চাণক্য র্তাহার নিত্য নৈমিত্তিক বৈদিকক্রিয়ানুষ্ঠানের যেরূপ ব্যবস্থা করিয়ছে, তাহাতে র্তাহাকে কখনই ‘ৰূষল বলিয়া গণ্য করা যায় লোমক্রমে নাপিতানী-রূপিণী দ্বাসীগর্ভে জন্ম, পিতৃবৈরিতা ও उँiशंद्र यवन नश्वकkइडू ব্রাহ্মণ-পণ্ডিত সমাজ তাহাে 'বৃন্ধল বলিয়া ঘৃণার চক্ষে ত । লিত কিম্বদন্তী গ্ৰীক ঐতিহাসিকগণ তাঁহার পিতার স্বন্ধে আরোপ করিয়াghandrameঃকে নাপিতপুত্র - ত্তি উঠতে পারে,সম্রাট অশোর্কের অনুশাসনে অস্তিওক, অস্তিকিনি, মক, ভূত্বময় ও জলিকমৃদর এই কয় জন গ্রীক নরপতির নামোল্লেখ আছে। অধ্যাপকলাসেন গ্রীক ইতিহাস হইতে উক্ত পঞ্চ নৃপতির এইরূপ রূপণ করিয়াছেন— । ... --, . •fw6*4 Antiochus Theos, fiìvata Antiochus Soterga পুত্র রাজ্যকাল ২৬১-২৪৭ খৃঃ পূর্বাব্দ। zanz- Ptolemy Philadelphus–*fxtos atsi (à sva-ssa à) অস্তিকিনি=Antigonus donatus, মাকিদনের রাজা (২৭৮-২৪২ ঐ) মগ= Magas of Cyrene; তলেমি ফিলদেলফাসের বৈমাত্রভ্রাতা, . • . . ২৫৮ খৃঃ পূঃ মৃত্যু। জলিকমৃদর = Alexander, এপিরাসরাজ, রাজ্যকাল ২২২-২৫৮ খৃঃ পূঃ।