পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> のミ বঙ্গের জাতীয় ইতিহাস [ বৈগু-কী ও । গজারোহী ও রথীরোহী এই চারিভাগে বিভক্ত হইয়া আসিতেছিল । চন্দ্রগুপ্ত aneoarin এই চারি বিভাগ ব্যতীত নৌবিভাগ এবং সৈন্তসংগ্ৰহ ও পৃথল। , , বিষ্ণুগে বলিয়া মুক্ত দুইটি বিভাগের স্থষ্টি করেন । তাহার সৈন্যবলের মধ্যে শাসন ও শৃঙ্খলা রক্ষা করিবার জন্য তিনি যে কেবল কাগজে কলমে কতকগুলি বিধিব্যবস্থা প্রণয়ন করিয়াই সন্তুষ্ট ছিলেন, তাহ নহে ; যাহাতে সেই সকল বিধিব্যবস্থা যথারীতি কার্ঘ্যে পরিণত হয়, সেই দিকেও তাহার খুব সতর্ক দৃষ্টি ছিল। এই শৃঙ্খলা ও শিক্ষার গুণে র্তাহার সৈন্যবল দোর্দণ্ড প্রতাপশালী হইয় উঠে। সেই সৈন্যবলেই তৎপৌত্র অশোক সমস্ত ভারত জয় করিতে সমর্থ হন। স্বধু সমস্ত ভারতবৰ্ষই যে তাহার পদানত করিতে সমর্থ, তাহ লছে i. মকিদোন সৈন্যদলকে তাহারাই তাড়াইয়া দিয়াছিল এবং র আক্রমণও ব্যর্থ করিয়াছিল। - -- হায্যে চন্দ্রগুপ্ত সিংহাসন ও সাম্রাজ্য লাভে সমর্থ হইয়াছিলেন, সেই সৈন্যের সংখ্যা তিনি বহু পরিমাণে বৰ্দ্ধিত করিয়াছিলেন । প্রাচ্যপ্রথমুযায়ী তাহাদিগকে ধনুর্বেদে স্বশিক্ষিত হইতে :" . হইত। চন্দ্রগুপ্ত অস্ত্রশস্ত্রেরও যথেষ্ট সংগ্ৰহ করিয়াছিলেন। সৈন্যদিগকে নিয়মিতরূপে বেশ মোটা বেতন দিয়া রাখা হইত। রাজসরকার:ইতে তাহাদিগের অশ্ব, অস্ত্রশস্ত্র, ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি জোগান হইত : - বিন্দুসারের (Xandrames) HITCH bro • • • অশ্বারোহী,২ লক্ষ পদাতিক, দুঃs:রখ, ও ৬০০• রণহস্তী ছিল। চন্দ্রগুপ্তেরও এইরূপ বাহিনীবল থাকার সম্ভাবনা। তৎপরে অশোক শক্তিবুদ্ধি করিয়াছিলেন তাহার অশ্বারোহীর খ্যা ৬ হাজার, পদাতিকের সংখ্যা ৬ লক্ষ এৰ তৃদ্ব্যতীত তাহার বহুসংখ্যক রথও ছিল। .

  • রণহস্তীর

প্রত্যে হস্তে দুইটি করিয়া বরষা ও একখানি করিয়া ঢাল থাকিত । পদা ষ্ঠ্যেকের হাতে একটি করিয়া প্রশস্তফল তরবারি থাকি তদ্ব্যতীত ছোট ছোট বরষা কিম্বা ধনুৰ্ব্বাণও থাকিত । ধমুক মাটিতে 鬆 9 বেগে তীর ছোড়া হইত। রথগুলি দুই ট্রুমুরীয় টান হইত। প্রত্যেক রথে চালক রথ ও রণহস্তী #ষ্ট্রইঞ্জঃক্ষরিয়া যোদ্ধা থাকিত । এক একটি হস্তীর উপরে মাহুত । ব্যতীত তিনজন করিয়া ধনুৰ্দ্ধারী থাকিত ।