পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ বঙ্গের জাতীয় ইতিহাস [ বৈশ্ব ক{গু। পূর্বেই লিখয়াছি যে, আলেক্সান্দারের ভারতপরিত্যাগের পরই অশোক খঃ পূঃ ৩২৫ কি ৩২৪ অব্দে রাজ্য লাভ করেন। তাহার জন্মের সন ও তারিখ সম্বন্ধে ন..... s.puন কোন নিশ্চিত সংবাদ এ পর্যন্ত সংগৃহীত হয় নাই। তবে অবিরোহণ ও অভিষেক এই পৰ্য্যন্ত অনুমান করা যায় যে তিনি যখন ৩৭ বৎসর কাল ভারতের রাজদণ্ড পরিচালন করিয়াছিলেন, তখন সিংহাসনে তারোহণ করিবার সময় তাহার বয়স তেমন বেশি হয় নাই । পিতার মৃত্যুবলে, অশোক উজ্জয়িনীতে বাস করিতেছিলেন বলিয়া সিংহলে একটা জনশ্রুতি প্রচলিত আছে। কিন্তু তাহার বাল্যজীবনের নিষ্ঠুরতা ও দুষ্টতা সম্বন্ধে যে সকল প্রবাদ অাছে, সে গুলির উপর নির্ভর করিলে উজ্জয়িনী বাসপ্রবাদের উপর কোন মতে ই আস্থা স্থাপন করা যায় না। পিতার জীবদ্দশায় সুদূর পঞ্চাপে তাহার সৌভাগ্যোদয় এবং পঞ্চাল-সীমাস্তবাসী দুর্দান্ত দীরসৈন্যগণের সাহায্যে বলপূর্বক তাঙ্গার পিতৃসিংহাসনাধিকার ঘটিয়াছিল। সিংহাসনে আরোহণ করিবার প্রায় চারি বৎসব পরে অর্থাৎ খঃ পূঃ ৩১৯-২০ অব্দে তাগর অভিষেকক্রিয়া যথারীতি সম্পন্ন হয় । ইহা হইতেও প্রমাণিত হইতেছে যে নিদিব লাদে তিনি সিংহাসনে আরোহণ করিতে পারেন নাই। প্রতি বৎসরই তাহার অভিষেকের দিনে খুব আমোদ ংসবের অনুষ্ঠান হইত। এই উপলক্ষে বন্দীর ও ক্ষম এবং মুক্তি লাভ করিত। শিলালিপি ইইতে জানা যায় যে সিংহাসনে আরোহণ করিলার পরেও সপ্তদশ কি অষ্টাদশ বৎসর পর্যস্ত র্তাহার কয়েকজন ভ্রাভাভগিনী জীবিত ছিলেন এবং সর্বপ্রযত্বে তিনি র্তাহীদের সুখ স্বচ্ছন্দত সাধনের চেষ্টা করিতেন। সিংহাসনে আরোহণের ত্রয়োদশ কি অভিযেকের নয় বর্ষ পরে অশোক কলিঙ্গদেশ জয় করিতে ` হন \o .. তখন বঙ্গোপসাগরের উপকূলে মহানদী হইতে গোদাবরী পর্য্যস্ত বিস্তৃত ছিল । কলিঙ্গরাজ যুদ্ধে সম্পূর্ণ হন, এবং তাহার রাজ্য মৌর্য্যসাম্রাজ্যের অন্তভূর্ত হয়। কলিঙ্গ/জয় করিবার পরে অশোক যে সকল কৰ্ম্মচারী নিযুক্ত করিয়াছিলেন, তাহদের উপর তাহার এইরূপ আদেশ ছিল, ‘সঙ্গমুভূতিপ্রদর্শন ও কৌশল অবলম্বন করিয়া বিজিতদিগের হৃদয় আকর্ষণ করিবার চেষ্টা করিতে হইবে ।’ । কলিঙ্গরাজ বড় সামান্ত ব্যক্তি ছিলেন না । মেগস্থেনিস বলেন, তাহার ৬০০০০ পদাতিক, ১ ইণ্ডি রি ডশ্বাবে ই ও शङि*ष्ड इरौ झिल । उँीछाँग्न नtअ যুদ্ধে কলিঙ্গবিজয়