পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ বঙ্গের জাতীয় हैडिशन s * কfগু । সাম্রাজ্য-পরিত্যাগকালে প্রচারিত হয়। ইহাতে সম্রাট ভিক্ষুধৰ্ম্ম গ্রহণ করিয়া অদ্যান্য ভিক্ষুকদিগকে সঙ্গোধন করিয়া উপদেশ দিতেছেন । - অশোকের সাম্রাজ্য হিন্দুকুশ পৰ্ব্বত পর্যন্ত বিস্তৃত হইয়াছিল, এবং সমগ্র বেলুচিস্তান কি ইহার কতক অংশ, সমগ্র সিন্ধুদেশ এবং আফগানিস্তানের বর্তমান আমীরের শাসনাধীন প্রদেশের অধিকাংশই ইহার অস্তভূক্ত ছিল। লোকসমাগমবিরল স্বয়াত (স্থবাস্তু) ও বাজোরের উপতাকায়, এবং কাশ্মীর ও নেপালের উপত্যকায়ও সম্রাটু অশোকের শাসনদণ্ড পরিচালিত হইত। বৰ্ত্তমান শ্ৰীনগরের অদূরে অশোক ষে রাজধানী পত্তন করাইয়াছিলেন, তাহারও নিদর্শন রহিয়াছে। অশোকের পূর্বে মঞ্জু পাটনে নেপালের রাজধানী ছিল। বর্তমান রাজধানী কাঠমাণুর আড়াই মাইল দক্ষিণপূর্বে ললিতপাটন বা ললিতপুর নাম দিয়া নেপাল অশোক তিনি এক নূতন রাজধানী নিৰ্ম্মাণ করেন। অশোক এখানে t যে বিশিষ্ট বৌদ্ধ মোহর অঙ্কিত করিয়াছিলেন, এখনও তাহ পর্তমান আছে। তীর্থপরিদর্শন উপলক্ষে যখন তিনি খৃঃ পূঃ ৩০২ কি ৩০১ অব্দে নেপালে গমন করেন, সে সময়ে স্মৃতিচিহ্নস্বরূপ এই নগরের প্রতিষ্ঠা হয় । ললিপটনে অশোক পাঁচটা ধৰ্ম্মরাজিক প্রতিষ্ঠা করেন। সেই স্তুপগুলি অদ্যপি ও বর্তমান আছে । অশোকের সঙ্গে তদীয় কন্যা চারুমতিও নেপালে গমন করিয়াছিলেন । কিন্তু পি তা প্রত্যাবৰ্ত্তন করিলেও তিনি সেই খানেই থাকিয়া ষান, এবং স্বীয় স্বামী দেবপালের স্মৃতিচিহ্নস্বরূপ দেবপত্তন নামক নগরের এবং পশুঅশোকের কন্ত চকুমতি - পতিনাথের উত্তরে একটা মঠের প্রতিষ্ঠা করিয়া ভিক্ষুণীস্বরূপ দেখানেই জীবন অতিবাহিত করেন। পূর্বদিকে সমগ্র বঙ্গ ও কলিঙ্গদেশ তাহার অধিকারভুক্ত ছিল, তখন মসলিপ্ত ( বর্তমান তমলুক) প্রধান বন্দর বলিয়া গণ্য। কলিঙ্গের দক্ষিণে গোদাবরী ও কৃষ্ণানদীর মধ্যবর্তী অস্ক রাজ্য ঠিক তাহার সাম্রাজ্যভুক্ত ন হইলেও তাহার রক্ষণাধীন ছিল । - দক্ষিণে র্তাহার সাম্রাজ্যের সীমা ঠিক জানিতে পারা যায় নাই। তবে বোধ হয় যে পূর্বোপকূলবর্তী নেল্পরের নিকটে পেন্নার নদী হইতে আরম্ভ করিয়া কড়াপীর মধা দিয়া ও চিত্তলভূগের দক্ষিণ দিয়া পশ্চিমপোকূলের কল্যাণপুরী পৰ্য্যন্ত সম্র জ্যের আয়তন