পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অংশ । ] বৈশ্বাসমাজের অভু্যদয় లి(t যে বলদৃপ্ত প্রকাণ্ড রাজ্যের প্রতিষ্ঠা করিয়াছিলেন, তাশোকের সময়ে সেই রাজ্যের সীমা উত্তরে হিমালয়ের প্রত্যন্ত প্রদেশ এবং দক্ষিণে মহিমুর ; পূর্বে বঙ্গোপসাগর ভাগে উৎকীর্ণ অথচ রাণাৰংশ ইহার বহু পূৰ্ব্বকাল হইতেই চলিয়া মাসিতেছে। কাজেই এই সকল প্রমাণ অপেক্ষাও কোন পুরাতন প্রমাণ পাওয়া যায় কিনা, তাহ দেখা আবশ্বক। এইরূপ প্রমাণ যে ছিল, তাছাতে বিশেষ সন্দেহ নাই। উপর উদ্ধৃত একলিঙ্গমাহায্যের' শেষ শ্লোকের উপরে "যদ্ভুক্তং পুরাতনৈঃ কবিভিঃ’ এই কথাটি লিখিত আছে। চিতোরগড়লিপির প্রায় তিনশত বৎসর পূৰ্ব্বকার ১০৩৪ বিক্রম সম্বতের (৯৭৭ খৃষ্টাম্বের ) একখানা শিলালিপি ঐৎপুর হইতে পাওয়া গিয়াছে। ইহা মেবারের রাণ শক্তিকুমারের রাজত্ব সময়ে লেখা হইয়াছিল। জয়পুর রাজ্যের চাৎস্থ নামক স্থানে আর একখানা লিপি পাওয়া গিয়াছে, তাহাও প্রায় ইহার সমসাময়িক । দুঃখের বিষয় ইহাতে কোন তারিখ নাই। তবে বালাদিত্য নামক রাজার সময়ে যে ইহা লেখা হইয়াছিল, তাছার উল্লেখ আছে। ইনি ও গোহিলেৎকুলোভূত, তবে মেবারের রাণfবংশীয় নহেন। এই লিপির সপ্তম শ্লোকের শেষাদ্ধে ভর্তৃভট নামক ই হার একজন পূৰ্ব্বপুরুষের সম্বন্ধে লিখিত আছে— “ব্রহ্মক্ষত্রান্বিতোহস্মিন সমভবদসমে রামভূল্যে বিশল্যঃ সেী(শৌ)র্গ্যাঢ্যে ভর্তৃপ(ভ)টোরিপুভটৰিটপিচ্ছেদকে লীপটীয়ান ।” অর্থাৎ এই বংশে ভর্তৃভট নামে একজন ( রাজী ) ছিলেন । তিনি রামের :( পরশুরামের ) মত ব্ৰহ্মক্ষত্রবীর্য্যান্বিত ছিলেন । গুহিলোৎবংশীয় ভর্তৃভটকে পরশুরামের সঙ্গে তুলনা করার কারণ এইরূপ বোধ হয় । পরশুরাম যেমন ব্রাহ্মণ হইয়া ক্ষত্রিতেজঃসম্পন্ন ছিলেন, ইনি ও সেইরূপ ব্রাহ্মণ হইয়া ক্ষত্রিয়োচিত রাজকাৰ্য্যে ব্যাপৃত ছিলেন । গুহিলোৎবংশের ব্রাহ্মণত্ব প্রমাণ করিবার এই দুইটি লিপি অপেক্ষ প্রাচীনতর লিপি এখন পর্য্যস্ত পাওয়া যায় নাই । r আশ্চর্য্যের কথা এই যে, ইহার বহু শতাব্দী পূরেও, যখন রাণারা ক্ষত্রিয় ৰলিয়া পরিচিত হইয়া আসিয়াছেন তখনও ইহাদিগের ব্রাহ্মণবংশ হইতে উৎপত্তির কথা একেবারে স্মৃতিভ্ৰষ্ট হয় নাই। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে মূতা-নেন্সীর খ্যাং’ ( গাথা ) রচিত হইয়াছিল। রাজপুতানার সর্বত্রই ইহা এখনও সুপরিচিত । এই খ্যাতের মধ্যেও রাণবংশের উৎপত্তিসম্বন্ধে নিম্নলিখিত ছপ্লয়টি দেখিতে পাওয়া যায়— “আদিমূল উতপত্তি ব্ৰহ্মপণ-ক্ষত্ৰী জাংগাং। আনন্দপুর সিণগার নয়র জাহোর বখাংশং। । দল সমূহ রাব রাং৭ মিলে মণ্ডলীৰ মহাঙড়। মিলে সবৈ ভূপতী গর গহলোত মরেস্বর।