পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় বৈশ্য-সাম্রাজ্য ত্রিশতাধিকবর্ষ ভারত শাসন করিয়া অকস্মাৎ শকসাম্রাজ্য ভারত্ব বিলুপ্ত হইল, ইহা নিতান্ত বিস্ময়জনক ব্যাপার সন্দেহ নাই। কিরূপে ক্রান্ত রাজবংশের অধঃপতন ঘটিয়াছিল, পূৰ্লেই বলিয়াছি, তাহার । ভাব । আমরা সেই সময়ের ইতিহাস আলোচনা করিয়া জানি খৃষ্টীয় তৃতীয় শতাব্দীর প্রথম পাদে পারস্যে শাসন-বংশের অভু্য লিয়ায় চীনদিগের প্রভাব বিস্তৃত হইতেছিল। শকজাতির অপর" (Parthian) রাজগণ ত্রিশতাধিক বর্ষকীল অদম্য প্রভাবে পারসী শাসন করিয়া আসিতেছিলেন। শাসনবংশের অভু্যদয়ে তাহদের সেই বস্তু কালের প্রভাব খর্ব হইল এবং সূর্যপূজক পুরোহিতগণেরই প্রতিষ্ঠা হইল। ২২ অব্দে শাসনবংশের হস্তে পার্থিববংশ সমুলে ধ্বংশ হইয়াছিল । তাহাদিগের যে শাখা মঙ্গলিয়ার নিকট আধিপত্য করিতেছিলেন, তাহারাও চীনদিগের হস্তে তসর্বস্ব সেই পার্বত্য দুৰ্দ্ধৰ্ষ সৈন্যসাহায্যে শকরাজগণ ভারতে স্ব স্ব প্রভt রক্ষায় সমর্থ হইয়াছিলেন। শাসন ও চীনবংশের অভু্যদয়ের সহিত উল্পেী সৈন্যসাহায্যলাভে বঞ্চিত হইলেন। স্বতরাং সুযোগ বুঝিয়া ভার ఢ్యా সামন্তরাজগণ ধীরে ধীরে মস্তকোত্তোলন করিতে লাগিলেন, তাহাষ্ট্ৰেতিরোধ করিতে শকরাজগণ সুবিধা পাইলেন না। চীন ও শাসনবংশের ও সঙ্গে প্রথমেই শকাধিকা কারচ্যুত হইল। এ হইয় পড়িয়াছিলেন, প্রতাব অক্ষুণ্ণ রাখিতে সমর্থ"ই মে ত্ৰৈকূটক বা চৌবংশ দক্ষিণাত্যে স্বাধনঞ্জীতাম্বারাই প্রথমে ময়ে তাহারা সীমান্ত প্রদেশ রক্ষার নি ब्रट्रङद्र मtश अखर्दिश्नtरुद्र