পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉8b" বঙ্গের জাতীয় ইতিহাস [ বৈগু-কাগু। কলিঙ্গদেশের পূর্বতন রাজধানী পিষ্টপুররাজ কে পরাজিত বরেন এবং মহেন্দ্রগিরি ও গঞ্জাম জেলার কোট্টার দুর্গ অধিকার করেন । কেরল প্রদেশের অধিপতি মণ্টরাজ, কৃষ্ণ ও গোদাবরী প্রদেশের মধ্যবর্তী বেঙ্গ দেশের নরপতি এবং কাঞ্চীয়াজ বিষ্ণুগোপও তাহার নিকট মস্তক অবনত করিয়াছিলেন । ইহার পরে একটু, পশ্চিমদিকে অগ্রসর হুইয়া তিনি পলকপচি উগ্রসেনকে পরাজিত করেন। এই পলকদেশ বর্তমান নেৰুর জেলার অন্ততুক বলিয়া কেহ কেহ স্থির করিয়াছেন । এই অভিযানে তঁহাকে দুই তিন হাজার মাইল দুর্গম পথ অতিবাহন করিতে হইয়াছিল। কিন্তু তাহার জয়ে স্থা ও যুদ্ধপ্রিয়তা এতই প্রবল ছিল যে, তাহার পরিতৃপ্তিসাধনের জষ্ঠ তিনি কোন কার্স্যকেই কষ্ট বলিয়া মনে করিতেন না । এই সকল যুদ্ধলব্ধপ্রদেশ তিনি একেবারে আপনার শাসনভুক্ত করিয়া ফেলেন নাই। র্তাহার কবি ও একথা স্বীকার করিয়া গিয়াছেন । প্রায় দুই বৎসর কাল দক্ষিণাত্ত্যের নানা রাজ্য জয় করিয়া ও প্রভূত অর্থসম্পত্তি লুণ্ঠন করিয়া দক্ষিণাত্যের পশ্চিমোপকূলপথে তিনি স্বকীয় রাজধানীর দিকে প্রত্যাগমন করেন। ঐতিহাসিকগণ র্তাহার এই অভিযান কাল ৩৪০ খৃস্টাব্দ নিৰ্দ্ধারণ করিয়াছেন । রাজধানীতে প্রত্যাবর্তন করিবার সময় তিনি দেবরাষ্ট্র (বর্তমান মহারাষ্ট্র ) দেশ এবং এর গুপক্স ( বর্তমান খাদেশ ) রাজ্য ও জয় করেন । তাহার শিলালিপিতে দক্ষিণা ত্যবিজয়ই প্রথমে আরব্ধ হইয়াছিল বলিয়া উল্লিখিত আছে । তাহার পিতার সময় আর্যাবর্তৃবিজয় সম্পন্ন হইয়াছিল । দাক্ষিণাত্যে বিজিত রাঙ্গাদিগের পূজোপহারগ্রহণ এবং দ্রব্যাদি লুণ্ঠন করিয়াই তিনি যথেষ্ট পরিভৃগু হইয়াছিলেন, কিন্তু আর্য্যাপর্বের অবশিষ্ট নৃপতিগণকে একেবার সমুলে উৎপাটিত না করিয়া তাহার জিগীষার পরি- তৃপ্তি হয় নাই । আর্য্যাবৰ্ত্তের পশ্চিম সীমান্তবস্তী বিজিত প্রদেশ পর্য্যন্ত তিনি একেবারে আপনার শাসনভুক্ত করিয়া লইয়াছিলেন । আর্য্যাবৰ্ব-বিজয় উপলক্ষে কবি-ঐতিহাসিক বহুসংখ্যক রাজার মধ্যে সাত জনের নাম র উল্লেখ করিয়াছেন। এই সাত জনের নাম যথাক্রমে ১ রুদ্রদেব, ২ মতিল, ৩ নাগদত্ত, ৪ চন্দ্রলক্ষ্মা, ৫ গণপতি নাগ, ৬ নন্দী ও ৭ বলবৰ্ম্ম । এই সাত জনের মধ্যে একমাত্র গণপতিনাগকেই চিনিতে পারা যায়। পদ্মাবতী বা ৰত্নমান নরবর নামে যে, निभाउ সহরটি সিন্ধিয়রাজ্যে বিদ্যমান আছে, সেই স্থানে ইহার রাজধানী ছিল । । t थ|áriथर्ड-विश्रब्र