পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*म अ१° ] বৈশ্ব-সাম্রাজ্য ኃዓ » শেষ অবস্থায় তিনি বৌদ্ধমতের প্রতিই সমধিক আকৃষ্ট হইয় পড়েন । হিউএনসিয়ঙ্গের সঙ্গে প্রথমে বঙ্গদেশে তাহার সাক্ষাৎ ও আলাপ পরিচয় হয়। পরিব্রাজকের বক্তৃত ও উপদেশ শুনিয়৷ তিনি এতই মুগ্ধ হইয় পড়েন যে, নিজ রাজধানী কানাকুঞ্জে র্তাহার বকুণ্ডীগুলি বিরাট, সভার জাহান করিতে কৃতসংকল্প হইয়া তিনি বঙ্গদেশ হইতে গঙ্গার দক্ষিণতীর ধরিয়া ৯০ দিনে কানাকুজে প্রত্যাবর্তন করেন। গঙ্গার অপর তীর ধরিয়া কামরূপরাজকুমারও তাহার সঙ্গে আগমন করেন। এইখানে ৬৪৪ খৃঃ অৰে মাঘ কি ফাগুন মাসে এক বিরাট, সভা আহত হয়। এই উপলক্ষে কামরূপরাজ, বলভীরাজ এবং আরও অষ্টাদশজন করদ রাজা,চারি সহস্ৰ বৌদ্ধভিক্ষু এবং প্রায় তিন সহস্ৰ নিষ্ঠাবানু জৈন ও ব্রাহ্মণ পণ্ডিভুক্তাকুজে আগমন করেন। গঙ্গীর তীরে একটি প্রকাও বৌদ্ধমঠের প্রতিষ্ঠা করা ছর এইখানে করা হয়। প্রত্যহ তিন ফিটু উচ্চ আর একটি স্বর্ণময় বুদ্ধমূৰ্ত্তি লইয়া বিংশতি । তিনশত হস্তীর একটি শোভাযাত্র বাহির হইয়া নগর প্রদক্ষিণ করিয়া আসিত । মুঞ্জি চাদোয়াখানি স্বয়ং সম্রাটু ধারণ করিতেন । এই সময়ে তিনি নিজে শক্রমূৰ্ত্তিতে এবং* মুহৃদ কামরূপরাজকুমার ব্রহ্মার বেশে সজ্জিত হইতেন । তাছার হাতেও একখান িৈঃ চামর শোভা পাইত। শক্ৰমূৰ্ত্তিতে নগর প্রদক্ষিণ করিবার সময় সম্রাট, বৌদ্ধ ত্রিরন্থের সন্মান প্রদর্শনার্থ চতুর্দিকে দুই হাতে মণিমুক্ত সুবর্ণপুষ্প প্রভৃতি বিতরণ করিতেন । মূৰ্ত্তিাল্পী একটি বেীনিৰ্ম্মাণ করা হইয়াছিল। হৰ্ষবৰ্দ্ধন স্বহস্তে মূৰ্ত্তিকে স্নান করাইয়া এখ করিয়া নির্দিষ্ট একট প্রকোষ্ঠে লইয়া যাইতেন এবং বুদ্ধের বেশভূষার জন্ত মণিমুক রেশমীবস্ত্র প্রদান করিতেন । - א ভোজনান্তে ধৰ্ম্মবিচারের জন্য একটা বৈঠক বসিত। সম্রাটু-সন্মানিত চীনপরিত্র যে কেহ ধৰ্ম্মতত্বের বিচারে প্রবৃত্ত হইতে পরিবেন মুখে এইরূপ প্রচার করিে এক ঘোষণাপত্র জারি করিয়াছিলেন তাহার ভয়ে প্রায় কেহই পরিব্রাজকের সঙ্গে" হইতেন না । সম্রাটু জানাইয়া দিয়াছিলেন যে বেঃ যদি তাহার কেশ স্পর্শও কর্ম তাহার প্রাণদণ্ড হইবে, তাহার বিরুদ্ধে কেহ কোন কথা বলিলে তাহার জিৰ হইবে। এইরূপ ধৰ্ম্মবিচারের প্রহসনের পরে সম্রাটু যাইয়া এক মাইল দূরবত্তী । পত্রনিৰ্ম্মিত শিবিরে রজনী যাপন করিতেন । + প্রথমে সকল ধৰ্ম্মের প্রতি সমদৰ্শী হইলেও শেষে এই ভাবে বৌদ্ধধর্মের প্রন্থি অম্বুরক্তি প্রদর্শন করিয়া হৰ্ষবৰ্দ্ধন গোড়া ব্রাহ্মণদিগের বিরাগভাজন হইয়াছি*ে লিখিত অনুষ্ঠানগুলি কয়েকদিন পর্যন্ত প্রদর্শিত হইবার পরে অকস্মাৎ এর মঠে দাউ দাউ করিয়া অগ্নির লেলিহান জিঙ্কা প্রস্তুতুি ইষ্ট স্থিত থাকিয় সেই অগ্নি নিৰ্ব্বাণ করেন এবং ঃ অঞ্চা গুপেৰ উপরে দাড়াইয়া তিনি সামস্তরাজগণের সঙ্গে ভগ্নাবশিষ্ট্র মঠ লিঙ্গতেছিলেন । ত্বখন