পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*म अ९"11] বৈশ্ব-সাম্রাজ্য २०७> পৰ্য্যন্ত রাজত্ব করেন। পরবর্তী জয়সিংহদেবের সমকালীন শিলালিপিতে আছে যে, সত্যাশ্রয়কুলোস্তব নৃমড়িতৈল ( সম্ভবতঃ তৈল ২য় ) রট বা রাষ্ট্রকূটরাজগণকে বিদলিত ও র্তাহীদের হাত হইতে রাজ্যোদ্ধার করিয়া চালুক্যকুলচুড়ামণি হইয়াছিলেন । অমুমান হয় যে পিতার সময়েই বীরবর তৈল রাজ্যোদ্ধার করিক্তে সমর্থ হইয়াছিলেন । - ৪র্থ বিক্রমাদিত্য অথবা ২য় তৈলরাজ বাঙাপিনগরীতে রাজত্ব করিয়াছিলেন কি না তাহার কোন নিদর্শন নাই । - ৯৭৫ শকাঙ্কিত ১ম সোমেশ্বরদেবের সাময়িক শিলাফলকে তিনি কল্যাণাধীশ্বর বলিয়া পরিচিত হইয়াছেন। বোধ হয় তাহার পূর্বপুরুষ ৪র্থ বিক্রমাদিত্য বা ২য় তৈল চালুক্যরাজ্য পুনরুদ্ধার করিয়া কল্যাণে রাজধানী স্থাপন করেন । ৪র্থ বিক্রমাদিত্যের পুত্র তৈল এক মহাপরাক্রান্ত রাজা হইয়াছিলেন। যেৰূরের শিলাফলকে লিখিত আছে যে, তৈল রাষ্ট্রকুটরাজ কর্করের দুইটা রণস্তস্ত বিচ্ছিন্ন করেন । তিনি কুটিল রাষ্ট্রকূটদিগের হস্ত হইতে চালুক্যবল্লভরাজলক্ষী উদ্ধার করেন ২ চৈদ্য ও উৎকলরাজকে সমরে পরাভব এবং রাষ্ট্রকূটরাজ (ভন্মহের ) কন্যা জাকববার পাণিগ্রহণ করেন। প্রবন্ধচিন্তামণিতে ইনি তিলঙ্গদেশাধিপ বলিয়। পরিচিত।“ শুভশীলসূরির ভোজপ্রবন্ধে আছে, ভৈলপ মৃন্দরীনামী এক দাসীকস্তারু (२w) “কিং চ রাষ্ট্রকুটকুলরাজ্য-সম্বন্ধাবুভে । ঔর্জি থ্যাচ্চরণাবিব প্রচলিতে সাক্ষাৎ কলেঃ কামতঃ করেী বদ্ধশরীরকে গুরুজনদ্রোহ প্রয়োহাবিৰ । রাজাখণ্ডিতরাষ্ট্রকুটককুলীবল্পিজাতাঙ্কুল্পেী লুনে যেন মুখেন কর্কররণগুস্তে রণ প্লাঙ্গণে ॥ ইখং পুরাদিতিস্থতৈরিব ভূতধাত্রাং যে রাষ্ট্রকুটকুটিলৈমিতামধন্তাত । উদ্ধৃত্য মাধব ইবাদিবরাহরূপো বভ্রে চলুক্যকুলবল্লভরাজলক্ষ্মীং ।” (**) “বিশ্বম্ভরাকণ্টকরাষ্ট্রকুটসমূগনিৰ্ম্মলনকোদিত। মুখেন যন্তান্তিকমাজগাম চালুক্যচন্দ্রস্ত নরেজলক্ষ্মীঃ ॥” (૭o) "ভিলিঙ্গদেশীয়রাজ্ঞ শ্ৰীভৈলপদেবনায় ।”